আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বনাম পাকিস্তানঃ একটি তুলনা চিত্র !!

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! প্রথমে বলে নিই, পাকিস্তান বাংলাদেশ থেকে কমপক্ষে ৭ গুন বড় এবং জনসংখ্যা ঘনত্ব আমাদের চেয়ে কম। ফলে প্রাকৃতিক সম্পদের দিক থেকে তাঁদের আধিক্য থাকলেও বাংলাদেশ থেকে অনেক দিকেই পিছিয়ে ! দেখুন একটি তুলনাঃ ................................... বাংলাদেশ.............. পাকিস্তান ফরেন রিজার্ভ...................১৪ বিলিয়ন.............১৩ বিলিয়ন বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি......৬.৮%..................৩.১% জিডিপি........................৩০০ বিলিয়ন.............৪৫০ বিলিয়ন বাজেট ........................২৮ বিলিয়ন................৩৭ বিলিয়ন গড় আয়ু ........................ ৬৯ বছর .................৬৫ বছর শিশুমৃত্যু (প্রতি হাজারে)...... ৪৮ জন ...............৭১ জন একটা জিনিস লক্ষ্য করুন, এত বড় দেশ হয়েও এই ছাগুদের বাজেট মাত্র ১০ বিলিয়ন বেশি। এই বাজেটের আবার সিংহভাগ যায় বোমার পেছনে ভারতীয় জুজুর ভয়ে। এই জাতি এতটাই সহিংস যে নিজের জনগনের সেবা না করে গড়ে তুলেছে তাঁর বোমার ভান্ডার !! প্রতিদিন ফুটছে বোমা। লাহোরে গিয়েছিলাম এক কাজে, দেখি মিস্টির দোকানের সামনেও একে-৪৭ নিয়া গার্ড দাড়ানো ! নিরাপত্তাহীন এই দেশ থেকে স্বাধীন হয়েছি বলেই আজকে আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারি। ছাগুরা চাচ্ছে আবার ফাকিস্তান বানাতে !! শোন ছাগু.. পারবিনা, পারবিনা, পারবিনা !!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.