আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামের জোর



আসলে এই লেখাটার শিরোনাম দেখেই বুঝছেন যে এটা পূ`বোক্ত কোন লেখার উপর আধারিত। আমি ব্লগিং করছি প্রায় সাত মাস হিসেবে তবে আমি পোস্ট করেছি ১০ টার ও কম(পরিসংখ্যান আর কি!) আমার বেশির ভাগ পোস্টই দেখি ১০/১২ এর বেশি পড়া হয় না। (শুধু একটা ৪৭ বার পড়া হয়েছিল!) কারণটা কি জানার জন্য আমি অনুসন্ধান শুরু করলাম। দেখলাম ব্লগে যারা দেশীয় কোনো প্রেক্ষিত, রাজনৈতিক, প্রেম ঘটিত বা এই মৌসুমের বিশ্বকাপের লেখা লিখেন তাদের লেখায় বেশি পড়া হয়। এধরনের বিষয়ে ব্লগ লেখার জন্য প্রামাণ্য কিছু ঘটনা ও অভিজ্ঞতা প্রয়োজন।

তবে পরে দেখলাম যেসব ব্লগের শিরোনাম ফাটাফাটি সেগুলোই বেশি পড়া হয় আমি ও ত একই কাজ করি। যাক তবে কি করার আমি যে সকল বিষয় নিয়ে ব্লগ লিখেছি ওটাকেই মূল অংশে রেখে দিয়ে এক ভয়ানক শিরোনাম (আরে এখানে ও একটু চানচল্য সৃষ্টি করতে ভয়ানক শব্দের প্রচলন করলাম )দিলাম। কাজটা হলো কি আমার ব্লগটা প্রায় ১০০ বার পঠিত হল। তবে এর বিনিময়ে পরলো কিছু সমালোচনা। ওই যে ভয়ানক এক শিরোনাম আনলাম।

যারা মন্তব্য করেছেন তাদের প্রায়ই আমার মূল প্রয়াস ধরতে অসমর্থ হলে ও শিরোনামের যের ও এর কিছুটা লেখায় প্রকাশ দেখায় আমাকে অফেন্সিভ ভাবেই নিলেন। যাই হোক স্বার্থকতা তো এটা যে আসলেই যত ভাল লেখা লিখি না কেন আমাকে অবশ্যই মানুষের রুচি অনুযায়ী কিছুটা সাংঘাতিক শিরোনাম দিতে হবে । আপনাদের কোনো সাজেশন থাকলে দিতে পারেন। অশেষ কৃ্তজ্ঞ হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.