আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামের প্রয়োজন নেই



জনৈক ব্লগার সিভিল ইঞ্জিনিয়ার সাবানা থুক্কু নাভানা,সাবানা । তাকে নিয়া ব্লগে অনেকে পোষ্ট দিয়া ফেনা তুইল্যা ফালাইছে। বর্তমানে জরিপ করলে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ব্লগার। উনার একটি পোষ্টে মাত্র আড়াই লাইন লিখে তিনি ৩৩৫টি মন্তব্য পেয়েছেন। ১৪ জনের ভাল লেগেছে ৮১ জনের ভাল লাগেনি, পোষ্টটি ২১১১ বার পঠিত।

একজন কমেন্টস দাতা ৭/৮ View this link বার পর্যন্ত কমেন্টস করেছেন। একজন ব্লগারের জীবনে এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার কি থাকতে পারে? এমন একটি পোষ্ট কেন স্টিকি হল না? গুরুত্বের কথা বাদ দিয়ে পরিসংখ্যানের কথা চিন্তা করলে পোস্টটা স্টিকি করা উচিত ছিল। তার ব্লগের ব্যানারে লেখা আছে- বিবাহ করিব পাত্রী খুজিতেছি। বিবাহ করিব এই ব্লগ থেকেই। তিনি বিবাহ করিতে পারেন।

বিবাহ করার স্বাধীনতা সবার আছে। এ সুবিধা তিনি যেকোন জায়গা থেকে বৈধ ভাবে নিতে পারেন। তিনি পৃথিবীর সবচাইতে বেশি বিশ্বাস করেন তার মাকে। যা তিনি[link|View this link এই পোস্টে বলেছেন। উনার মা নিশ্চই এমন রাজপুত্রের জন্য একটা রাজকন্যা পাত্রী দেখে থাকতে পারেন।

তিনি যেভাবে "দি কিং ইডিপাস" এর দৈত্যের মত সবাইকে একটা প্রশ্ন করছেন "আপনি কি বিবাহিত?" তা জানতে পারলে তার মা মনে হয় খুশি হবেন না। অমানবিক ভাবে নিহত ফেলানীর মৃত্যুতে প্রতিটি ব্লগে আগুন ঝরা পোস্ট দিতেছে। প্রতিবাদে ব্লগাররা সোচ্ছার। আমি ব্যক্তিগত ভাবে কোন পোস্ট লিখতে গেলে ফেলালীর ঝুলন্ত লাশের ছবি নিজের মনের মাঝে ভেসে উঠে। ভাবি যদি ফেলানী আমার বোন হত,তাহলে কিভাবে এ শোক শইতাম।

কিন্তু উক্ত ব্লগারকে গত তিন/চার দিন ধরে স্টিকি করা অমানবিক হত্যাকান্ডের প্রতিবাদী পোষ্টে কোন কমেন্টস করতে দেখি নাই। এমনকি উনাকে প্রতিবাদী, মানব হিতষৈ পোষ্টে কমেন্ট করতে দেখা যায় না। নাভানা সাহেব মনে করেন তিনি এই ব্লগে এসে সবাইকে ধন্য করেছেন। তিনি কি জানেন, ব্লগিং যারা করেন তারা কম বেশি সবাই শিক্ষিত। কারণ শিক্ষিত হওয়া ছাড়া আধুনিক যন্ত্র (কম্পিউটার) খানা চালানো সহজ না।

তিনি হয়তো জানেন না তার চেয়ে অনেক উচু মানের আরো অনেক বড় চাকুরী এবং এর চেয়ে বড় বেতনের ব্লগার ব্লগিং করেন। তারা নিজেকে নিকের মাধ্যমে প্রকাশ করেন না। তিনি নিজের ব্যাপারে যে সব তথ্য দিয়েছেন তা সত্য কতটুকু। আর এরকম লোকরা মিথ্যা কথা বলাটাই স্বাভাবিক। ব্লগিং এর একটা শৈল্পিক দিক আছে।

অনেক কিছু লেখার পরিসর এটা কিন্তু যা ইচ্ছা তা লেখার জায়গা মনে হয় না। যারা ব্লগিং করে তাদের অন্তত কিছুটা হলেও শিক্ষার আলো আছে। সেই আলো এভাবে জ্বলতে দেয়া যায় না। হ্যাঁ, এখানে অনেক মজার মজার লেখা আসে এবং অনেক মজার কমেন্টস আসে। কৌতুকপূর্ণ ও হাসির খোরাক জোগালেও তাতে তীক্ষ্ণ চিন্তা এবং বুদ্ধিমত্তা, জ্ঞানের পরিচয় পাওয়া যায়।

আমি তাদের সম্মান করি। কিন্তু নিচক স্থূলতাকে সম্মান করি না। কোন ভাবেই করি না। উনার বাজে কমেন্টস গুলো আপনারাও পড়বেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.