আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামের পোষ্টের জবাবে কিছু কথা...

সুতো ছেড়া ঘুড়ি

সরকারী ইউনিভার্সিটি নিয়ে যে একেকজন এতো লাফায়....... ক্যান লাফায়? সরকারী/প্রাইভেট সবার হোগা থেকেই সেন্ট বের হয়? পাগলা পুলাডা পাগলা হইলেই জিনিয়াস যেমন ঢেঁকি স্বর্গে গিয়াও যেমন ধান না ভাইঙ্গা ঢেকিঁর চেয়ে আরেকটু উচ্চ লেভেলে থাকে। কিন্তু বেশ কিছু উচ্চমার্গীয় পাবলিক আছে যারা সপ্ন নিয়ে উদাস নতুবা ধনিয়া ক্ষেতে পাদরা সজ চাষের কথা বলে বেড়ায়। যাউগ্গা কাজের কথায় আসি যারা এতো পাবলিক কৈয়া কৈয়া লাফায় হেরা কয়েকটা প্রশ্নের জবাব দেউক দেহি- ১। রাজনৈতিক বিবেচনায় যে সকল ছাত্র শিক্ষক বনে যায় হেদের কথা কিছু শুনতে মন চাই? যেহেতু সবসময় প্রাইভেটের শিক্ষকদের শিক্ষাজ্ঞান পদ্ধতি/জ্ঞান নিয়া প্রশ্ন তোলা হয়। আমার জানামতে টেকনো সাবজেক্টগুলা মেক্সিমাম পড়ানো হয় বয়েটিয়ান দ্বারা।

বিজনেস রিলেটেড সাবজেক্টগুলা পড়ানো হয় ঢাকা ইউনি/জাবি দ্বারা ২। প্রায়ই শোনা যায় সরকারী কতিপয়ের যোগসাজশে অমুক ঐ ডিগ্রী পাইছে। কিছুদিন আগে একজন বিচারকের চট্রলা ইউনি থেকে জালিয়াতি করে সার্টিফিকেট সংগ্রহের কথা ব্যপকভাবে আলোচিত হয়েছিলো। যেহেতু সবসময় বলা হয় টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রি করে প্রাইভেট ৩। প্রাইভেট সেক্টরের কত % পোলাপাইন বেকার? আর পাবলিকে কত পার্সেন্ট? কত কথা মনে আহেরে............ শেষে একটা কথা বলে যায় মেধার দিক দিয়ে পাবলিকের পোলাপাইন অনেক আগাইয়া আছে এইটা নিয়া কোন ডাউট নাই।

দেশরে হোগা মারার দিক দিয়াও পাবলিকের পোলাপাইন কিন্তু ৯৯.৯৯% আগাইয়া আছে। আমি ঢালাউভাবে প্রাইভেটরে গালাগালির বিপক্ষে। প্রথমে আপনার পোষ্টের জবাবগুলো দিচ্ছি তারপর আমার কথা বলব... ১) রাজনৈতিক বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক নিয়োগ হয় ১০০% সত্য কথা, কিন্তু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি রাজনৈতিক দলগুলো নেতা নির্বাচনের জন্য সাধারণত মেধাবী ও গরীব ছাত্রদেরই বাছাই করে, পরবর্তীতে এদের মধ্যে যারা দিকভ্রান্ত হয় তাদের আমরা নেতা ডাকি (বেশির ভাগ ক্ষেত্রে), আর যারা লক্ষ্যে অবিচল থেকে রাজনীতি করে তারাই শিক্ষক হিসাবে নিয়োগ পায়। বুয়েট এবং ঢা.বি. কিংবা জা.বি.-এর সেই সকল সম্মানিত শিক্ষক মহোদয়গন আপনাদের সমন্ধে কি ধারনা পোষন করেন একটু কল্পনা করেন আমি পরের অংশে লিখছি মিলিয়ে নিবেন দয়া করে । ২)বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো ঢালাও ভাবে সার্টিফিকেট বিক্রি করে বলেই জালিয়াতি করে সার্টিফিকেট সংগ্রহের কথা ব্যাপকভাবে আলোচিত হয়না, আর যেখানে ১০০টা ভালোর মধ্যে একটা জালিয়াতি হয় সেখানে আলোচনা সমালোচনা তো হবেই... ৩)বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর সীমিত সংখ্যক ছাত্রের মধ্যে কতজন বেকার একটু জরিপ করবেন দয়া করে... চাকুরী পেলেও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১ম শ্রেনীর চাকুরী কতজন পায়? বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ৫ জন বি.সি.এস. ক্যাডারের নাম কি বলতে পারবেন? 'কাষ্টমার কেয়ার' আর 'কল সেন্টারের' চাকুরীই পৃথিবী নয়.... আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমন্ধে একটু খোঁজ খবর নিয়ে শতকরা হিসেব করবেন দয়া করে তাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শতকরারই বেশি হবে বোধকরি...... এবার আসি আমার আলোচনায়, আরে ভাই যেখানে আছেন থাকেন না কেন লাগতে আসেন মিছেমিছি... পোষ্টটিতে আপনার ভাষা ও বানান জ্ঞানের পরিধি দেখেই বুঝেছিলাম আপনি একজন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।

আমি ভুলগুলো underline করে দিয়েছি শুধরে নিবেন দয়া করে। সবাই জানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তারাই ভর্তি হয় যারা কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়না (বেশির ভাগ ক্ষেত্রেই)। তাই আমরা ধরেই নিতে পারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্তত আপনাদের তুলনায় মেধাবী । সেদিন নিখিল স্যার (বুয়েটের আই.পি. ইঞ্জি. বিভাগের অধ্যাপক যিনি কিনা অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়েই ক্লাস নিয়ে থাকেন) ক্লাসে বলছিলেন,"তোমরা ভাগ্যবান যে তোমরা একটা পাবলিক প্রতিষ্ঠানে পড়াশুনা করছ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নয়। বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় গাধারা আর বের হয় আরও বড় গাধা হয়ে ; যেকোন বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকেই ভুরি ভুরি A+ বের হয় কিন্তু আমার বুয়েট থেকে A+ তিন থেকে পাঁচজন, আর চাকরীর বাজারে আমার ২য় শ্রেণীর ছাত্রদের কাছই ওদের A+ দের খুঁজে পাওয়া যায়না।

" এবার আমার এক বন্ধুর কথা বলি আমাদের এখান থেকে ২য় শ্রেণীতে আনার্স শেষ করে "ইষ্ট ওয়েষ্ট"-এ এম.বি.এ. ভর্তি হয় ওখানে ওর রেজাল্ট A+ । এবার বুঝুন বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর স্টান্ডার্ড। পরিশেষে বলছি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর কল্যাণে আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই এম.বি.এ. বাস ড্রাইভার দেখতে পারব..... কিংবা কেউ হয়তো ৭৫ বছর বয়সে এম.বি.এ. ভর্তি হয়ে রেজাল্টের আগেই পটল তুলে মরহুম এম.বি.এ হয়ে যাবেন। আর বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে কে গালাগালি করল.... বরং আপনার পোষ্টটিতেই তো আপনি বুঝিয়ে দিলেন গালাগালি কাকে বলে কতপ্রকার ও কি কি । ব্লগটি লেখার সময় আমার পাশে বসা এক বন্ধুর উক্তিটি দিয়েই শেষ করছি " বেসরকারী বিশ্ববিদ্যালয় হলো বড়লোকের সন্তানদের NIGHT CLUB......."


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.