আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যান



বরগুনার পাথরঘাটা উপজেলার চর দুয়ানি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে চর দুয়ানি বাঁধঘাট এলাকায় এ সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে চর দুয়ানি ইউনিয়নের বাঁধঘাট এলাকায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের পক্ষে ২০-২৫ জন সমর্থক প্রচারণা চালাচ্ছিল।

এ সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদের সমর্থক ৩০-৩৫ জন কর্মী কামরুল সমর্থকদের প্রচারে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এদিকে খবর পেয়ে দুই পক্ষের আরও সমর্থক লাঠি, রামদা, ছেনা ও চল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বেলা একটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা ও চর দুয়ানি পুলিশ ফাঁড়ির পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ারম্যান প্রার্থী কামরুল অভিযোগ করে জানান, তাঁর শান্তিপূর্ণ প্রচারে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। অপরদিকে পুলিশের সামনে নিজের সমর্থকদের ওপর কামরুলের সমর্থক সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদ। তিনি এ জন্য প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ আনেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, ‘ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছে। তবে দুই পক্ষের লোকজন এখনো এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছি। তবে পাশের ইউনিয়ন কাঁঠালতলীতে নতুন করে আবারও সংঘর্ষের খবর পেয়েছি। ’ অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হানিফ মাতুব্বরের ছেলে রুমীকে (২২) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তাঁকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা থানার ওসি বাবুল আকতার আজ দুপুরে জানান, এ ঘটনায় রুমীর বাবা হানিফ মাতুব্বর বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন .dear, pls comment for our fatafati jonogon!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.