আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে দুদক চেয়ারম্যান



দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোঃ গোলাম রহমান বলেছেন, দুদকের কর্মকান্ডে সরকারের কোন ধরণের নিয়ন্ত্রন, প্রভাব কিংবা চাপ নেই। তাঁর কর্মকালীন এ ধরণের কোন ঘটনা ঘটেনি। স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসাবেই দুর্নীতি দমন কমিশন কাজ করছে। তাছাড়া যেখানে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বাধীনভাবে দুদকের কাজ চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে সেখানে দুদকের কর্মকর্তা কর্মচারীদের কোন ভয় থাকার কথা নয়। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী সার্কিট হাউজে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুদকের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে বলে আমি মনে করি। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে দূর্নীতিবাজদের শাস্তির পাশাপাশি দুদক বর্তমানে দূর্নীতি প্রতিরোধে গণসচেতনতার অভিযান চালিয়ে যাবে। অযথা কাউকে হয়রানি করা দুদকের উদ্দেশ্য নয়। দুদককে আইনের মধ্যদিয়ে চলতে হয় তাই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোকনা কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুল মমিনের সভাপতিত্বে প্রফেসর মমিনুল হক, মাকছুদ আহম্মেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমূখ মতবিনিময় সভায় বক্তৃতা করেন।

সভায় দুদকের পরিচালক (প্রতিরোধ) মোজাম্মেল হোসেন খান, চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক শফিকুর রহমান ভূ্ইঁয়া ও নোয়াখালীর উপপরিচালক মোঃ সহিদ উল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন সরকারি কর্মকর্তাদের প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রকে দুর্নীতিমুক্ত রাখার উদ্যোগ নিতে হবে। তাহলেই সমাজ থেকে দুর্নীতি দুর করা সম্ভব হবে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মিজান উল আলমের সভাপতি অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, অগ্রনী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী বক্তৃতা করেন। দুদক চেয়ারম্যান বলেনÑ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কম হওয়াই দুর্নীতির একমাত্র কারণ হতে পারেনা।

তবে একটি মাত্র কারণ হতে পারে। তিনি বলেন, সবাইকে সৎ থাকার প্রয়াসী হতে হবে। নিজেকে সৎ রাখতে হবে, অন্যকে সৎ থাকতে উৎসাহিত করতে হবে। তাহলে দুর্নীতি কমে আসবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.