আমাদের কথা খুঁজে নিন

   

ছ্যাকা খান সুস্থ্য থাকুন

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

প্রেম যমুনায় প্রেমের নাও দুই মাঝি যায় বাইয়া, ঝোপ ঝারে বুলায় প্রেমের পরশ আমি থাকি চাইয়া। প্রেমের মরা ডুবেনা জলে তবে কি তা ভাসে? শুনলে পরে বাচ্চারা সব খিলখিলাইয়া হাসে। গরু-ছাগল, মানুষ সবই মরলে ভাসে জলে, গাধা ছাড়া এই কথাটা কে-বা মুখে বলে? প্রেম নাকি ভাই স্বর্গের জিনিস স্বর্গ হতেই আসে, তাই বুঝি আজ প্রেম বদল হয় প্রতি মাসে মাসে। স্বর্গে বুঝি হচ্ছে প্রেমের বাম্পার ডাম্পার ফলন, বদলে গেছে তাই প্রেমের আজ ধরন, চলন বলন।

প্রেম করলেই বিয়ে করা নয় প্রেম নাকি শুধু গেম, ডিজ্যুস যুগে এখন নাকি এটাই ডিজ্যুস প্রেম। ছেলে মেয়ে উভয়ই এখন প্রেমে ভীষন উদার, প্রেম এখন রুপক মাত্র যুবক যুবতীর ক্ষুধার। ছ্যাকা ভীষন বাজে শব্দ নোংড়া ভীষন ডার্টি, উলটো এখন মহানন্দে হচ্ছে ব্রেক-আপ-পার্টি। ছ্যাকা খেয়ে এখন কেউ আর হয়না কোন কবি, ছ্যাকা মানেই নতুন পথের নতুন দিনের রবি। পুরান যুগের ছ্যাকা খাওয়ারা দুঃখ ব্যাথা ভুলি, চলুন “ছ্যাকা খান সুস্থ্য থাকুন” এই শ্লোগান তুলি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।