আমাদের কথা খুঁজে নিন

   

মেকি কান্নার দাগ রেখে



পেছনে মেকি কান্নার দাগ রেখে তুমি উঠে এলে পর্বত-চুড়োয় অতঃপর তুমি কান্না মুছে নিজেই পাথর হয়ে উঠলে। পাথর হতে হতে শেষতক ফ্যাসিষ্ট-পাথর! যদিও জানি প্রাসাদের শীতল পাথরে এমন কিছু আছে যা চক্ষুষ্মানকেও অন্ধ করে দেয়; আর দেয়ালে অদৃশ্য কিছু লেখা থাকে যা কোনোদিনও কেউ পড়ে দেখে না।চক্ষুষ্মানও না। তুমি পেছনের নুড়ি ও বালিকে ঠোনা মেরে খুব উঁচুতে উঠে যাচ্ছ যা ক্রমশ তোমাকে টানছে পতনের দিকে তোমার কোমলতা তোমার অজান্তেই পাথরে রূপান্তরিত। তুমি খুব হিংস্র হয়ে উঠছো। হিংস্র ও অসহিষ্ণু। আর ক্রমশই পা বাড়াচ্ছ ফ্যাসিজমের দিকে- কত ডিগ্রি সহিষ্ণুতা হলে তুমি ফ্যাসিজমের চুড়ো থেকে নামবে বলো?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.