আমাদের কথা খুঁজে নিন

   

ওরা পূর্বের (সাম্রাজ্যবাদ বিরোধী একটি কবিতা)

সত্য ও সুন্দরের জন্য

ওরা পূর্বের ---আব্দুল্লাহ ইবনে শহীদ ওদের দুটি হাত, দুটি পা। স্নেহ, ঘৃণা, কিংবা নিরপেক্ষতার দুটি চোখ; একটি হৃদয়, সাথে দুরু কম্পন; আছে সন্তান আগমনের উল্লাস কিংবা পিতা হারানোর শোক। জোড়া কান, শ্রাব্য এবং অশ্রাব্য পার্থক্যে সফল; বিবেক আছে , ভাল মন্দ চিনে নেবার মত; খিদে, তোমাদের মতন, একবেলা কিংবা দুবেলা। ওদের মুখ আছে, সাথে ভাষা; প্রকাশে সুখ, দুখ্, আর আশা। মানুষও বলতে পার ওদের; আছে, চেতনা বিদ্রোহ ভালোবাসা দেশপ্রেম রক্তদানের সাহস। তবে তোমার মত; কূট নেই, ছল নেই, সাম্রাজ্যবাদ নেই, সাথে রাষ্ট্রীয় গৃহিণীপনা নেই। ওরা পূর্বের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.