আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিমুখি দুযোর্গ- এ জাপান

রাজু আহমেদ

জাপানের পুলিশ বলছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮০০০ এবং বিশ্ব ব্যাংক বলছে পুর্ণগঠনরে খরচ হবে ২৩৫ বিলিয়ন ডলার । ভুমিকম্প এবং সুনামি'র পর পারমানবিক চুল্লিতে রেডিয়েশন লিকিং । ফুকুশিমাতে পানির ট্যাব থেকে পানি, সবজি এবং দুধে রেডিয়েটিভ আয়োডিন নিরাপদ মাত্রা অতিক্রম করেছে । বৃষ্টি এবং আবর্জনাও সংক্রমিত। "The contamination of food and water is a concern," said Gerhard Proehl of the IAEA. প্রায় ৯ লাখ পরিবার পানির অভাবে দিন কাটাচ্ছে । এই বিপদের মধ্যে আশার খবর হলো ৯০ বছর বয়স্ক মহিলা এবং তার নাতনি কে জীবিত অবস্থায় পাওয়া গেছে । এবং ফুকুশিমা’র প্রায় ধংস হয়ে যাওয়া ৬ টি নিউক্লিয়ার প্লান্টের ২ টি তে কুলিং প্রসেস পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে, যদিও বাকি ৪ টি এখনও ঝুকিতে । ফুকুশিমা’র ডাইচি ৩ নম্বর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে ‘গ্রে’ ধুয়া বের হচ্ছে – এটা এরকম ধুয়া যাকে কর্তপক্ষ সর্বচ্চ প্রাধান্য দিচ্ছে।২১/৩/২০১১ আজকের সি এন এন নিউজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।