আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিমুখি মনোভাব ট্রাইবুনাল, সরকার ও বিরোধীদল

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ আজকের রায় নিয়ে আসলে ত্রিমুখি কথা না বললেই নয়। প্রথমত বলবো বিচার রায় নিয়ে। ৪২ বছর অপেক্ষার পর বাঙালি পেলো এক হাস্যকর রায়। যে ব্যক্তি শান্তি কমিটি গঠন করে (৪ এপ্রিল ৭১) [ দেশে লাখ লাখ মানুষের মৃত্যু ও ধর্ষণের জন্য যারা দায়ি] , স্বাধীনতাকামী মানুষকে ‘ভারতীয় অনুপ্রবেশকারী’ বলেন (৭ এপ্রিল ৭১) , তার নিয়ন্ত্রণে থাকা সংগঠনগুলোর সদস্যদের ‘দেশপ্রেমিক নাগরিক’ বলে উল্লেখ করেন [ নিরস্ত্র ও নিষ্পাপ মানুষের হত্যাকারী, ধর্ষণকারীদের তার দেশ উদ্ধার মনে হল ] ; যার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন নিরপরাধকে গুলি করে হত্যা করা হয় সে পৃথিবীতে এক প্রোটন পরিমান অক্সিজেন নেবার অধিকার রাখে নাকি আমি জানি না। এটা খুব ভাল করেই বুঝা যায় সরকার পরিবর্তন হলে তাকে আর বদ্ধ ঘরে থাকতে হবে না।

দ্বিতীয়ত বলবো তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন সরকারকে নিয়ে। চলমান কোটা বিরোধী আন্দোলন যেন ধামাচাপা পড়ে যায় সে জন্যই এই কাজ। কারণ সবাই চেয়েছে গোলাম আজমের ফাসি কিন্তু সরকার তা না দিয়ে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে ফলে মিডিয়া, জনগন প্রতিবাদী হয়ে উঠেছে .এতে চলমান কোটা বিরোধী আন্দোলন পেছনে পড়ে যাবে যা সরকারের একটা কৌশল মাত্র । তৃতীয়ত বলবো ঝপের আড়ালে থাকা সময় বুঝে কোপ মারার অপেক্ষায় আছে যারা তাদের নিয়ে। শুধু একটাই প্রশ্ন।

যুদ্ধাপরাধী’দের রায় প্রকাশের দিন, বিরোধী দল নির্বাক হয়ে যায় কেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।