আমাদের কথা খুঁজে নিন

   

বিগত বিপ্লবীর নষ্টা কাব‍্য

স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । " বিপ্লবের ডাক ঢাকা পড়ে গেলো চাকুরি চাই আর নিখোঁজ বিজ্ঞপ্তির নিচে, ধুঁয়া উঠা আগুনে চায়ের কাপে তাড়াহুড়ার চুমুকে জীব পোড়ানোর পাগলামি আর নেই । মিছিল তো আর চলে যাচ্ছে না ক্ষীপ্র গতির তীরের মতো ।

বরং তা অপেক্ষা করে , রাস্তার মোড়ে, আরেকটা কচ্ছপের চায়ে চুমুক দেওয়া শেষ হবার । ধুঁয়া উঠা হাতল ভাঙ্গা কাপের চিমনীর বাষ্পে আগুনের বদলে আবারো সেই বহুগামী প্রেমিকাই । অনেকে কান পাতে বাতাসে ভেসে আসা গর্জনে মাইকের শক্তিতে আজো সেই আকাশ কাঁপানো হুংকার । অথচ বৃত্ত ছোট হয়ে গেছে বহু আগেই । সাধারন আমাদের পরিধি গলে মূলবিন্দুতে চলে গেছে কিছু অসাধারন , কেন্দ্রের চারপাশে তাই চোয়াল ভাঙ্গা , নির্ঘুম, হাভাতের বদলে সব আধুনিক , সুখি, অসূর্যস্পশ্যা ।

শ্লোগানের ফাঁকে প্রতিধ্বনিত আড্ডা, অমানুষ কোন প্রানীর হাঁড় চাবানোর শব্দ আর হয়তো আড়চোখে নির্লজ্জ কোন ঠাঁসা বুননের চিকন ফিতার রং বোঝা । কি রং উঁকি দিয়ে থাকা? বাদামী নাকি হালকা গোলাপি? কনফিউশন । দূরে শুনলাম কিছু মৃত‍্যু হচ্ছে , হোক না । মৃত‍্যু শূন্য পানসে বিপ্লবের কথা তো আমরা বলি নি । তাদের টেলিফোনে কেবল এটুকুই জানিয়ে দাও , বলয়ের ভেতর আমরা ব‍্যস্ত আছি ।

কাছে যাওয়ার দরকার নেই । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।