আমাদের কথা খুঁজে নিন

   

সেই পুরানো আমি

: আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ

চার বছর আগের কথা। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। অনেক একসাইটেড। কারন ক্রিকেট বিশ্বকাপ চলছে। একদিক রেজল্ট ভাল করার তাগিড।

অন্যদিকে খেলা। খেলা দেখতে গিয়ে পড়া করতে পারতাম না। তার মধ্যে আবার আমার রুম এর পাশে একটা খালি রুম ছিল। পড়তে পড়তে মাঝে মাঝে ফাকি দিয়ে একটা বন্ধু ( রিয়েল ) এর সাথে ক্রিকেট খেলতাম। একটা ভাংগা ব্যাট ছিল আমাদের।

আমি খুব ই খারাপ খেলতাম। বলা যায় পারতাম ই না তেমন কিছু। যাইহোক খেলা দেখতে এবং খেলতে গিয়ে আমার পড়াশুনার যারপর নাই বারোটা বাজতো। আমি খেলা আসলে দেখিনা। কিন্তু বাংলাদেশের খেলার ব্যাপারে আমি একনিষ্ঠ ভক্ত।

ইন্ডিয়ার সাথে জেতার পর আহা সে কী আনন্দ। কিন্তু আয়াল্যান্ড এর কাছে হারার পর..... দুঃখ ভাষায় প্রকাশ করার মত না। যাই হোক দুই বন্ধু আমি আর রিয়েল মিলে খালি হিসাব করতাম কিভাবে বাংলাদেশকে পরের রাউন্ড এ উঠানো যায়। যাইহোক শেষ পর্যন্ত অনেক হতাশ হয়ে খেলা দেখা বন্ধ করে দেই, বিশ্বকাপের পর। বিশ্বকাপের আগেও তেমন খেলা দেখতাম না।

আবার বিশ্বকাপ আসলো। আমার আবার পরীক্ষা চলে। আবার পড়াশুনার বারোটা বাজাইলাম। আবার একরাশ আশা নিয়া খেলা দেখা শুরু করলাম। আবার হতাশ হলাম।

হয়তো আবার খেলা দেখা বন্ধ করে দেব। এবং ২০১৫ তে আবার চায়ের দোকানে বসে ইন্ডিয়াকে হারানোর চিন্তা করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।