আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট নিয়ে কেন এতো মাতামাতি ? ক্রিকেট বাংলাদেশকে কিছুই দিতে পারে না।

মাতৃগর্ভে শিশুর প্রথম পদাঘাত মাতৃত্বের প্রথম স্বাদ

বলতে পারেন কি ক্রিকেট বাংলাদেশের কী কী উপকারে আসে ? বাংলাদেশের মানুষ অনেক সাধারণ বিষয় নিয়েই না বুঝে বেশি বেশি মাতিয়ে ওঠে। তার মধ্যে ক্রিকেট একটি। ক্রিকেট যে কোন জাতির উন্নয়নের মন্ত্রণা নয় সে বিষয়ে লিখতে চাই। যদি ক্রিকেট প্রেমীরা জানাতেন যে ক্রিকেট বাংলাদেশের এই বা ঐ উপকারে আসে; তবে তাদের বিপক্ষে যুক্তি খন্ডাতে আমি প্রস্তুত আছি। নিছক মাতামাতি, উন্মাদনা আর বিনোদনের কারণে ক্রিকেটকে ভালোবাসলে তাদের কাছে আমার কিছু বলার নেই।

কিন্তু যারা মনে করেন দেশ প্রেমিক হতে গেলে ক্রিকেটকে ভালোবাসতে হবে...। ক্রিকেট বাংলাদেশকে বিশ্বের দরবারে উমুক স্থান দেবে....। বাংলাদেশের ভাবমূর্তি এ হবে তা হবে... ইত্যাদি ইত্যাদি তাদের কাছে আমার দাবী..। বলুন ক্রিকেট একটা দেশকে কী দিতে পারে ? মন্তব্যে আপনার মতামত দিন ? .....প্লিজ। আপনাদের মতামতের ভিত্তিতে ক্রিকেটের বিরুদ্ধে দাঁড়াতে চাই।

আমি মনে করি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে ক্রিকেট খেলা নিষিদ্ধ করা উচিত। অথবা খেলার ওভার সংখ্যা কমিয়ে ১০ থেকে ১৫ করা উচিত যাতে করে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে খেলার সমাপ্তি ঘটে। এই ১০/১৫ ওভারেই নির্ধারিত হওয়া উচিত কোন দল বিজয়ী বা কোন দল বিজিত। তাতে খেলা দেখতে যতটুকু মজা হয় তাতেই দর্শকদের তৃপ্ত হওয়া উচিত। প্লিজ, আমাকে বির্তকের প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে ক্রিকেট প্রেমী বন্ধুরা আপনাদের পক্ষের যুক্তি দিন।

আমি আপনাদের মতামত পাওয়ার পর ২৫ ফেব্র“য়ারি রাত ৯.০০টায় আমার যুক্তি তুলে ধরব ক্রিকেটের বিরুদ্ধে। বিতর্কের বিষয় : “ক্রিকেট বাংলাদেশকে কিছুই দিতে পারে না। ”


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.