থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের মাটিতে খেলতে গিয়ে পুরো দেশবাসীকে হতাশার গভীরে নিয়ে ফেলেছে। যার জন্য আমাদের কিছু বিক্ষিপ্ত দর্শক না জেনে বিদেশী দলের খেলোয়াড়দের বহনকারী একটি বাসে ঢিল ছুঁড়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল যা খেলেছে, তাতে এই দলের কোন সমর্থকই এই দলটির উপরে ভরসা করতে পারছেন না। তাই আমাদের অপেক্ষা করতে হয় আরেকটি দলের জন-পরাজয়ের উপরে।
আর তা না হলে আমাদের ক্রীড়া সাংবাদিকদের লেখতে হয় বাংলাদেশ উপহার পেল না! আমাদের মাথায় ঢোকে না এই যে, অন্য দলগুলোর উপরে আমাদের এই নির্ভরতা কেন? কেন অন্য দলগুলো আমাদের উপরে নির্ভরশীল নয় তাদের ভবিতব্যের জন্য?
এর একটাই উত্তরঃ তা হল আমরা যতই নিজেদের ফুলিয়ে-ফাঁপিয়ে দেখি না কেন, আমাদের তেমন কোন উন্নতিই হয় নাই। তাই তো অনেক কমেন্টেটর আমাদেরকে যা-ইচ্ছে-তাই বলে পার পেয়ে যায়।
আমাদের ধারাবাহিক সাফল্য নাই!
আমাদের দলের সুনির্দিষ্ট কোন লক্ষ্য নেই।
তাই কেন জানি মনে হয় আগামী কালকে বাংলাদেশ ক্রিকেট দলের জেতার সুযোগ খুবই কম। কেননা এর আগে যতবারই এই দুই দলের দেখা হয়েছে, তার ভেতরে মাত্র একবারই জিতেছে বাংলাদেশ।
সে হিসাবে বাংলাদেশের হারবার সম্ভাবনা শতকরা প্রায় ৯২ ভাগ [ ১৩ খেলায় ১টি জয় ]।
সবশেষে বলে নেই, আমি মনেপ্রাণে চাই আমাদের দল জিতুক। কিন্তু সংখ্যার দিকে তাকালেই ভয় পাই, মনটা দমে যায়!
তাই মনটা শক্ত করার চেষ্টা করছি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।