আমাদের কথা খুঁজে নিন

   

দেশের নতুন সর্বাধিক প্রচারিত দৈনিক "দৈনিক মতিকন্ঠ " এর নির্বাচিত উক্তি [চরম হাসি মার্কা পোস্ট ]

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

ভাইরে গত কয়দিন হাসির উপরে আছি কি পত্তিকা আইলো দেশে দৈনিক মতিকন্ঠ বিভিন্ন পত্তিকার খবরকে রংছং দিয়ে এরা লেখে ,লেখার যা হাত মাশাল্লাহ ফাস্ট ক্লাসে ফাস্ট নিচে কিছু খবরের নমুনা দিলাম গোয়েন্দা কর্মকর্তা বলেন, বিভিন্ন সামাজিক দাওয়াতে মুখ দেখাতে পারছেন না তাঁর স্ত্রী। পুরানা ঝরঝরা মডেলের ওয়াকিটকি ব্যবহারের কারণে ক্যাঙারু পারভেজের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের স্ত্রীগণ তাঁর স্ত্রীকে ব্যঙ্গবিদ্রুপ করেন। ইস্কুলে ক্যাঙারু পারভেজের ছেলে তাঁর মেয়েকে বলেছে, তোমার বাবার মেশিন আমার বাবার মেশিনের থেকে ছুডু। এমন অবস্থা চলতে পারে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, মহাজোট সরকার ফেসবুকের সাথে যৌথ উদ্যোগে ‘পুটুব্লাস্টার ক্রিকেট গেম’ চালু করে প্রতিবন্ধী খেলোয়াড় আশরাফুলকে দলে ঢোকাতে জনমত সংগ্রহ করার কাজ শুরু করেছে।

তিনি দেশবাসীর প্রতি পুটুব্লাস্টার ক্রিকেট গেমটি খেলার মাধ্যমে আশার ফুল আশরাফুলের প্রতি পুটুভোট দেবার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একঝাঁক পোষা পায়রা উড়িয়ে “উটপোঁদ-আশরাফুল প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট ‘১১” উদ্বোধন করেন। ’ জাতীয় পার্টির্রচেয়ারম্যান এইচ এম এরশাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। কিন্তু এ সরকার তাঁকে চৌকিদারও করেনি। সেই দুঃখে তিনি হাফপেন্ট পরে গলায় গোলাপি স্কার্ফ বেধে মুন্নি সাহার সাথে ফষ্টিনষ্টি করেন।

তেলাচুরাও পাখি আর মুন্নি সাহাও একটা মাইয়া। এরশাদের জন্য বুকটা এখন ফাইট্টা যায়। ’ এ সময় আবার হট্টগোল শুরু করেন সরকারি দলের সদস্যরা। তারা বলেন, সংসদে বুক তুলে কথা বলা ঠিক নয়। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বিধবা হয়ে লাল-গোলাপি শাড়ি পরে মিথ্যাচার করেন।

আপনি নারী জাতির জন্য কলঙ্ক। বিপাশা বসুও আপনাকে দেখে লজ্জা পায়, জামাকাপড় টেনেটুনে বসে। ’ ফজলুল হক আমিনী বলেন, ‘এ নীতিমালায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেটা মানি না। আমরা এক ভাই আট বোন।

বোনেরা বাবার সম্পত্তিতে আমার সমান ভাগ নিলে আমাকে সদরঘাটে ভিক্ষা করে খেতে হবে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মতিকণ্ঠকে বলেন, ‘তিন বছর লেগেছে জামায়াতের পাঁচটা শুয়োরের বাচ্চাকে গ্রেপ্তার করতে। আওয়ামীলীগ যুদ্ধাপরাধের বিচারের কদ্দূর কী করবে তা বোঝা হয়ে গেছে। ’ আগামী নির্বাচনী ইশতেহারে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধের বিচারের মুলা ঝুলালে জনগণ ধরে পুটুর চুলে গিট্টু বেঁধে মহিষ দিয়ে টানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাকায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পৃথিবীর অক্ষরেখা লই চুদুরবুদুর ছইলত ন।

অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দিতে তিনি এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের প্রতি কঠিন হুঁশিয়ারি জারি করেছেন। আমিনী বলেন, আল্লাহর তৈরি পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরানোর কোনো অধিকার এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের নাই। প্রতিদিনের মতিকন্ঠ পড়তে এখানে ক্লিকান


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.