আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক বিপর্যয়ে জাপান : ভূমিকম্প, সুনামি, তেজষ্ক্রিয়তার পর তুষারপাত

সত্য প্রকাশে সংকোচহীন

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজষ্ক্রিয়তা স্বাভাবিক হয়ে আসলেও খোলা আকশের নিচে অবস্থান নেওয়া মানুষগুলো এবার তীব্র তুষারপাতের মুখে পড়েছে। এর ফলে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। ভূমিকম্প, সুনামি, পরমাণু চুল্লির বিস্ফোরণের পর এবার তীব্র শীতে কাঁপছে পুরো জাপান। জাপানের জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে, নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। কিয়োদো নিউজ এ খবর প্রকাশ করেছে।

ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের এক, দুই ও তিন নম্বর চুল্লিগুলো শীতল করা হচ্ছে এবং এখন আবহম-লে তেজষ্ক্রিয়তার মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। বুধবার জাপানের মন্ত্রিসভার প্রধানসচিব ইউকিয়ো এদানো এ কথা বলেন। রাশিয়ার রিয়া নভোস্তি এ খবর প্রকাশ করেছে। এদানো বলেন, ‘এ মুহুর্তে চুল্লিগুলো সফলভাবে শীতল করা হচ্ছে। ’ মঙ্গলবার থেকে বাড়তে থাকা পাঁচ ও ছয় নম্বর চুল্লির তাপমাত্রাও কমছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘বিস্ফোরিত চুল্লির আশপাশের ২০-৩০ কিলোমিটার এলাকার তেজষ্ক্রিয়তার মাত্রা পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ’ বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) জানায়, তারা অগ্নিনির্বাপণকারী যান ব্যবহার করছেন। এজন্য বুলডোজার দিয়ে পথ পরিষ্কার করার কাজ চলছে। এদিকে, মহাদুর্যোগ মুহূর্তে প্রথমবারের মতো টেলিভিশনে জাতির ভাষণ দেন জাপানের সম্রাট আকিহিতো। তিনি দেশের এই বিপর্যয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান।

তার ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এর আগে, বুধবার সকালে জাপানি সরকার ঘোষণা দেয়, ভূমিকম্প ও সুনামিতে আঘাত পাওয়া দ্বিতীয় চুল্লিটি ভেঙে পড়তে পারে। ক্ষতিকর মাত্রার তেজষ্ক্রিয় পদার্থ ছড়াচ্ছে বলেও ঘোষণায় বলা হয়। তবে সম্ভাব্য বিপদ সম্পর্কে সরকারের ঘোষণার পর নিরাপত্তা স্থানের উদ্দেশে ছুটে যাচ্ছে হাজার হাজার মানুষ। কেউ হেঁটে, কেউ গাড়ি ব্যবহার করে অন্যত্র আশ্রয় নিচ্ছে।

এজন্য আরও যানবাহনের তীব্র সংকট দেখা দিয়েছে। খাবার, বিশুদ্ধ পানি, ভাল বাসস্থান, জ্বালানিসহ প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। এ মুহূর্তে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে জাপান। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। সিএনএন জানিয়েছে, বিপর্যয় ঠেকাতে এখনই ৩৩ হাজার ঘর প্রয়োজন।

তা না হলে আসন্ন মানবিক বিপর্যয় ঠেকানো যাবে না। খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে তীব্র ঠান্ডা পড়েছে। তুষারপাত হচ্ছে বলে কিয়োদো নিউজ জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।