আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন সত্যিকারের সবজান্তা গুগল (Google) সম্পর্কে



মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন ১৯৯৮ সালে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে ল্যারি আর সার্গেই নিজেদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের কাজ শুরু করেন। ২০০৪ সালের ১৯ আগস্ট গুগল পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সঙ্গে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে এটি শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ক্রোম, আর্থ, ডেস্কটপ, জি-মেইল, পিকাসা, টক, অরকুট, ইউটিউব ইত্যাদি গুগলের জনপ্রিয় পণ্য।

গুগলের মোট সম্পদের পরিমাণ (২০০৯ সালের হিসাবমতে) প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং মুনাফার পরিমাণ সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার। গুগলের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৯ হাজার ৮৩৫ জন এবং এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউতে অবস্থিত। এটি ‘গুগলপ্লেক্স’ নামে পরিচিত। এ ছাড়া নিউইয়র্কের ম্যানহ্যাটানেও ২৯ হাজার বর্গমিটার আয়তনের গুগলের আরেকটি অফিস আছে। গুগলের ৯৯ শতাংশ আয়ের সংস্থান হয় বিজ্ঞাপন থেকে।

ম্যারিয়াম ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারি এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও গুগল শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.