আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণবন্ত সংসদ মানেই কি গালি-গালাজ?



নবম জাতীয় সংসদের চলতি ৮ম অধিবেশনে গত ১৫ মার্চ যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এখন পর্যন্ত দুই দিন তারা সংসদে গিয়েছে। দুই দিনই প্রাণবন্ত ছিলো সংসদ অধিবেশন। প্রথম দিন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন। পাল্টা বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সংসদ সংশ্লিষ্ট সবাই বিরোধীদলের আগমনকে শুভেচ্ছা জানিয়েছে। সংবাদ কর্মীরাও খুশি নিউজ পাওয়ার আশায়। একতরফা প্রাণহীন সংসদ কাঁহাতক আর ভালো লাগে। কিন্তু ১৬ মার্চ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে আবার শুরু হয় সেই পুরনো কাসুন্দি। এক অপরকে গালাগাল দিয়ে কথা বলা।

স্পিকার ব্যাক্তিগত আক্রমন করে বক্তব্য রাখতে নিষেধ করলেও, কে শোনে কার কথা। বিধবা নারী কোন রঙের শাড়ি পড়লো, প্রধানমন্ত্রীর শাড়ি টান বাজার থেকে কেনা কিনা এসব নিয়ে শুরু হয়েছে গালিগালাজ। আজ চট্টগ্রামে এরশাদ বলেছে, ভদ্রলোক হয়ে সংসদে কথা বলা যায়না। বিএনপির’ মহিলা সংসদ সদস্য রেহেনা আক্তার রানুতো জিভ কেটে ঝুলিয়ে দেয়ার হুমকি দিয়েছে। যদিও শাড়ি পরিধানসহ অন্যান্য আপত্তিকর বক্তব্য এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে স্পিকার।

যখন বিরোধী দল থাকেনা তখন সরকারি দল একতরফা গালি দেয়। আর এখন চলছে দুই তরফা গালি। এরআগেও স্বয়ং স্পিকার আব্দুল হামিদ এডভোকেট বাধ্যহয়ে বলেছিলেন, সংসদ এখন মাছের বাজারের মতো হয়েছে। ব্যাক্তিগতভাবে আমারও প্রশ্ন সংসদ মানেইকি গালিগালাজ? সংসদ থেকে কি শেখার কিছুই নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.