আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে মাসিক মুকুলের প্রাণবন্ত সংবর্ধনা

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাইস্থ একটি অভিজাত হোটেলে আমিরাত-বাংলা মাসিক পত্রিকা মুকুল’র উদ্যোগে জনতা ব্যাংক দুবাই শাখার সুপারভাইজার লোকমান হাকিম এর বিদায়ী এবং জালালাবাদ গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাক মো. আলাউদ্দিন এর দুবাই আগমণ উপলক্ষ্যে এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মাসিক মুকুল’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ এর সভাপতিত্বে ও সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপক সৈয়দ মুশফিকুর রহমান, প্রবাসী বাংলাদেশ সমাজকল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল করিম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন মুজিব আদর্শবাদ পরিষদ দুবাই এর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ এম আব্দুল্লাহ । শামীম আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এমদাদুল হক, কর্মকর্তা রফিকুল ইসলাম, কমিউনিটি নেতা ইলিয়াছ চৌধুরী, মুকুলের সহ-ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান খলু ও সিনিয়র স্টাফ রিপোর্টার রহমান বাবু। সম্মানিত অতিথির বক্তব্যে সৈয়দ মুশফিকুর রহমান বলেন-লোকমান হাকিম আজ নতুন কর্মকর্তাদের আদর্শ।

উনার আদর্শকে আমরা কাজে লাগিয়ে এমনভাবে মানুষের ভালবাসা আদায় করে নেবো। প্রধান আলোচকের বক্তব্যে এ এম আব্দুল্লাহ বলেন-জন্মলগ্ন থেকে দুবাইতে মুকুল শেকড় সন্ধানী কাজ করে যাচ্ছে। আজ এই সাদামনের গুণী মানুষকে সম্মান জানিয়ে গোটা প্রবাসী বাঙালিকে সম্মান জানিয়েছে। তিনি মুকুলের সাথে যোগ দিতে সকল সমাজকর্মীদের আহবান জানান। সভাপতির বক্তব্যে ফয়ছল আহমেদ বলেন-লোকমান হাকিম শুধু জনতা ব্যাংকে কাজের মধ্য দিয়ে নিজেকে বিলিয়ে দেননি বরং দীর্ঘ ৩৪ বছরে দুবাই জনতা ব্যাংকে থেকে মানুষের আপনজন হয়েছিলেন।

তিনি অবসরে যাচ্ছেন ঠিকই কিন্তু দেশ ও জাতির জন্য নিজের ২টা সন্তানকে তৈরী করেছেন। তাই এই সাদামনের মানুষকে আজ আমরা সম্মাননা জানালাম। অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী অতিথি লোকমান হাকিম ও সংবর্ধিত অতিথি আলাউদ্দিন। বাঙালি প্রাণের উপস্থিতিতে মুখরিত এই অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি আহমেদ রিজভী, প্রবাসী সাংবাদিক সমিতির সদস্য সচিব নাছিম উদ্দিন আকাশ, প্রবাসী কণ্ঠ সম্পাদক সমীরণ বড়–য়া, বাংলা এক্সপ্রেসের প্রতিনিধি সৈয়দ খোরশেদুল ইসলাম, মোহনা টিভির কামরুল ইসলাম, সমাজকর্মী শাহেদ আহমদ, জনতা ব্যাংকের সহ-ব্যবস্থাপক মফিজুল ইসলাম, মুকুলর স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ওমর, মুকুল পুরজন আমিরাত শাখার সভাপতি জিয়ানুল ইসলাম, সহ-সম্পাদক মশকুর আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজাল সাদেকীন, জিয়া রাকিব, রেজাউল করিম রাজ, দুবাই শাখার সভাপতি শফিকুজ্জামান চৌধুরী রিপন ও সম্পাদক মোহাম্মদ আলী মান্না প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মানার্থে সম্মাননা স্মারক ও উপহার সমাগ্রী প্রদান করা হয।

উল্লেখ্য, লোকমান হাকিম ১৯৭৭ সালে দুবাই জনতা ব্যাংকে যোগ দিয়ে ২০১১ সালের এপ্রিল মাসে অবসর গ্রহণ করলেন। দীর্ঘ ৩৪ বছরের চাকুরী জীবনে দুবাইয়ের বাঙালি প্রাণের এক পরম অত্মীয় হয়ে ওঠছিলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.