আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে প্রাণবন্ত ঈদ উৎসব অনুষ্ঠিত

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. সবুজের চাদর বিছানো বিশাল মাঠ। উপরে মস্ত আকাশ। পাশে রয়েছে বিশ্বের সর্বউচু দালান বুর্জ আল আরব। পাখির কিচির মিচির ডাক আর মরাপাতার ঝনঝনি।

এই হলো আরব আমিরাতের দুবাইস্থ আল সাফা পার্ক। এই পার্কে পড়ন্ত বিকেলে সূর্য দিনের পাঠ চুকিয়ে হেলে পড়ায় আস্তে আস্তে পার্কে আসা শুরু করলেন আরব আমিরাতে বসবাসকারী অনেক প্রবাসী বাঙালি। কেউ কেউ স্বপরিবারে আসছেন । আবার কেউ আসছের বন্ধুদের সাথে। লক্ষ্য একটাই ঈদ উৎসব।

আল-আইন, শারজাহ, ফুজিরাহ, আজমান সহ দুবাইয়ে বাস করাও বাঙালিরা এসে যোগ দিলেন আয়োজনে। শুরু হলো গ্রামীণ খেলাধুলা। পুরুষরা খেল্লেন ফুটবল, হংশ শিকার, মোরগের লড়াই এবং মহিলারা খেল্লেন বালিশ দৌড় ও চেয়ার খেলা। মানুষের হর্য়ধ্বনি ও আনন্দের আওয়াজে মুখরিত হয়ে ওঠলো পরবাসের পার্কটি। বিদেশেও যেন দেশের স্বাদ এমন মন্তব্য সকলের।

লোকে লোকারণ্য হওয়া এই ব্যতিক্রমি উৎসবটির আয়োজন করেছিল বড়লেখা প্রবাসি পরিষদ দুবাই এবং মিডিয়া পার্টনার ও সার্বিক সহযোগিতায় ছিলো মাসিক মুকুল। সকল রকম প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও ঈদ আড্ডা। বড়লেখার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব আব্দুল করিমের সভাপতিত্বে ও কবি আব্দুল আজিজ সেলিমের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বড়লেখা উপজেলার সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী। অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুহিত। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন বদরুল ইসলাম বদই, হাজি নাজিম উদ্দিন, সংস্কৃতিব্যক্তিত্ব এ এম আব্দুল্লাহ, কামরুল ইসলাম, শাহেদ আহমদ ও খলিলুর রহমান খলু প্রমুখ।

গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী নাজমা জর্জ কিন্তু নসিব আলী চেয়ারম্যানের গানের সুরে দর্শকরা মাতোয়ারা হয়ে ওঠনে। সিলেটী আঞ্চলিক গান ও শাহ আব্দুল করিমের গান গেয়ে তিনি আপন এলাকার ভক্তদেরকে আনন্দ দেন। জমজমাট এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী শিহাবুল আম্বিয়া, লেখিকা মোস্তাকা মৌলা, মাসিক মুকুল সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান, সংস্কৃতিকর্মী মশকুর আহমদ, আফজাল সাদেকীন, মায়নুর ইসলাম, জাবেদ আহমদ, তুসঅর মুহিব ও সালেহ আহাদ প্রমুখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.