আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কি পারবে?



১৬ কোটি মানুষ তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিমের দিকে। আজ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সাথে জিতলে তো হয়েই গেলো। আর না হলে, পরশু বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার সাথে জিততেই হবে। বাংলাদেশ গত দুই ম্যাচ অসাধারণ খেলেছে, কিন্তু যুক্তি বলছে দক্ষিণ আফ্রিকাকে হারানো এতো সহজ হবে না। চোকিং দক্ষিণ আফ্রিকা করে বটে, কিন্ত গত ম্যাচে তারা চোকিং করিয়েছে ভারতকে।

মিডল অর্ডারে খুব নির্ভরযোগ্য কেউ না থাকলেও সব দিক বিচার করলে আমার এই টিমটাকে সবচেয়ে ব্যালেন্সড মনে হয়। আমলা, ক্যালিস, স্টেইনের তো তুলনা নেই। এদের হারাতে পারলে দারুন হবে, কিন্তু কাজটা এতো সহজ হবে না। আর ওয়েস্ট ইন্ডিজ টিমটা এতো শক্তিশালী নয় যে, তারা ইংল্যান্ডকে হারিয়ে দেবেই। ফলে পরশুর মধ্যে চরম আশাভঙ্গের মধ্যে পড়ার সম্ভাবনা প্রচুর, একথা অস্বীকার করি কি করে? এটা ব্লগে আমার প্রথম লেখা, এখনো প্রথম পাতায় সুযোগ পায়নি।

তাও সকল ব্লগারকে আমার আন্তরিক শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.