আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি



আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি''। কবি যখন এই কথাটা বলেছেন তখন আমার জন্ম হয়নি। তখন্‌কার বাংলার রূপ কেমন ছিল আমি জানিনা। দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে আকাবাকা বয়ে যাওয়া নদীর আল্পনা আমি দেখিনি। গোলাভরা ধান আর গোয়াল্‌ভরা গরুও আমি দেখিনি।

কলসি কাখে নুপুর পায়ে রূপসী কন্যার লজ্জাবনত আঁখি আর দিঘল কালো চুলের বাহার আমি দেখিনি। শীতের সকালে ধোঁয়া উঠা ভাপা পিঠার সুঘ্রাণ আমার নাকে আসেনি। সাঁঝের বেলা মাঝির কন্ঠে সুমধুর ভাটিয়ালি সুর আমি শুনিনি। তবু আমি জানি আমার প্রিয় বাংলা তখন অনেক সুন্দর ছিল। চোখ বুজলেই আমি দেখতে পাই সকাল বেলা লাঙ্গল কাঁধে কৃষকের পথচলার দৃশ্য।

দেখতে পাই দল্‌বেধে শিশুদের পাঠশালায় যাওয়ার ছবি। দেখতে পাই স্বার্থের নেশায় মত্ত না হয়ে ত্যাগের মহিমায় ভাস্বর এক সমাজ। যেখানে প্রতিটি মানুষ তার অন্ন-বস্ত্র-বাসস্থানের পূর্ণ অধিকার নিয়ে বাস করছে। যেখানে নারীরা শালীন পোষাকে শ্লীল জীবন যাপন করছে। যুবক্‌রা ধর্মীয়- নৈ্তিক মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজসেবায় মগ্ন হচ্ছে।

আমি আমার নাদেখা বাংলার সরূপ কল্পনা করি। আমি চাই আমার প্রিয় বাংলা তার হারানো অতীত ফিরে পাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.