আমাদের কথা খুঁজে নিন

   

সোনার বাংলা থেকে সোনার বাংলাদেশ : রবীন্দ্রনাথ ও সুবিধাবাদী মৌলবাদীরা



সোনার বাংলা চিত্রকল্পটিকে প্রাতিষ্টানিক রূপদান করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে সোনার বাংলার স্বপ্ন অনেকে দেখলেও বিশ্বকবির সেই অমর গান .. ' আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি' ... বাঙালীর মননে এই স্বপ্নের অমরতা এনে দেয়। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। গড়ার ডাক দিয়েছিলেন। তাঁর সূত্রধরেই সংগঠিত হয় মহান মুক্তিযুদ্ধ।

মুক্তিযুদ্ধে বাঙালীর বিজয় হয়। হেরে যায় একটি রাজাকার, হায়েনা, আলবদর শক্তি । কিন্তু টারপর তারা কি বসেছিল ? না বসে ছিল না। আপনাদের নিশ্চয় মনে আছে , সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকাটির কথা? ওটা কাদের পত্রিকা ? হাঁ, ওটা খাঁটি রাজাকার আলবদরদের । যারা একাত্তরে মহান মুক্তিসংগ্রামের সরাসরি বিরোধিতা করেছিল।

এই সোনার বাংলাদেশ এর প্রবক্তা কিন্তু এখন তারাই , যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাকেই মেনে নেয় নি । এটাই হলো ভাওতাবাজদের আসল চরিত্র। খ একটা ওয়েবসাইট /ওয়েব ম্যাগাজিন সেই তমদ্দুন লালন করেই বাংলাদেশে ঘোলা জলে মাছ শিকার করতে ব্যস্ত রয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে ঐ ওয়েবম্যাগে যাদের কলাম প্রাধান্য পায়, তারা সকলেই ডানপন্থী - মৌলবাদী। আতাউস সামাদ, রেজওয়ান সিদ্দিকী ,ফরহাদ মজহার, বদরুদ্দীন উমর, সাদেক খান, মাহমুদুর রহমান, মাসুদ মজুমদার , শাহ আব্দুল হান্নান,সিরাজুর রহমান , আল মাহমুদ, এবনে গোলাম সামাদ ( যিনি কঠোরভাবে এখনও দ্বিজাতিত্ত্ব লালন করেন ) , ড. মাহবুব উল্লাহ, এমাজ উদ্দীন আহমদ, শফিক রেহমান, মিনার রশীদ - এরা সকলেই মৌলবাদী লেখক।

রয়েছেন কিছু মধ্যপন্থীরা । এম আব্দুল হাফিজ, সৈয়দ আবুল মকসুদ ,আবু আহমেদ, আসিফ নজরুল , এরাও । ব্যালেন্স করতে গিয়ে তারা - আব্দুল গাফফার চৌধুরী , আবেদ খান, সিরাজুল ইসলাম চৌধুরী , গোলাম সারওয়ার ,আবুল হায়াত ,নুরুল ইসলাম বিএসসি , এবিএম মূসা - এর মতো প্রগতিবাদী লেখকদেরকেও সেখানে রেখেছে বি টিম হিসেবে। এটা তাদের কৌশল মাত্র । গ এই সোনার বাংলাদেশ ওয়ালারাই এখন ব্লগ সাজিয়ে নতুনরূপে মানুষের সাথে প্রতারণায় নেমেছে।

তারা যে কারো নামে ইচ্ছেমতো এ্যকাউন্ট করে ব্লগার বাড়াচ্ছে । তারা লেখকদের আইড্যান্টিটি চুরি করছে। এটা খুবই জঘন্য অপরাধ। সাইবার ক্রাইম। সুবিধাবাদীরা সবই পারে ।

এসব ছারপোকারা অতিষ্ট করে তুলতে চাইছে বাংলার জনজীবন। বাঙালী লেখকসত্তা। এদেরকে চিহ্নিতকরণ খুবই জরুরী কাজ। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সকলের নৈতিক দায়িত্ব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.