আমাদের কথা খুঁজে নিন

   

সোনার গাড়ি (রবিন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা অবলম্বনে একটি প্যারোডী)

কল্পিত চোখে বাস্তবতা দেখি, কম্পিত কলমে স্তব্ধতা লেখি গগনে গনগনে মেঘ, রৌদ্রে ফরসা। বাসস্টপেজে দাঁড়িয়ে ঘামছি, নাহি ভরসা। ভাংতি ভাংতি টাকা দ্বারা টিকিট কাটা হলো সারা, রাস্তা জ্যামে ক্ষুরধারা খরপরশা- কাটিতে কাটিতে সময় বাস আসে না সহসা। একখানি ছোট কাউন্টার আমি একেলা- চারিদিকে যানবহন করিছে খেলা। দূর সিগন্যালে দেখি আকা লাল বাতি মাখা রাস্তাখানি ধূলোয় ঢাকা অফিসবেলা।

এ স্টপেজে ছোট কাউন্টার আমি একেলা। হর্ন্ বাজিয়ে বাস চালিয়ে ড্রাইভার আসে দেরী করে! রেগে যেন মনে হয় চড়াই উহারে। ফুলস্পীডে চলে যায়, কোন দিকে নাহি চায়, যাত্রীগুলি নিরুপায়,গাদাগাদি হয়ে ভেতরে- রেগে যেন মনে হয় চড়াই উহারে। ঐ কন্ডাক্টার কই যাস কোন বিদেশে? বারেক ভিড়া গাড়ি স্টপেজে এসে। যাবি যেথা যাইতে চাস, চাপা দিবি যারে পাস- শুধু তুই ছিড়ে নে ক্ষনিক হেসে আমার সোনার টিকিট কাউন্টারেতে এসে।

যত চাবি তত যাত্রী ঠাসাবি বাস ভরে। জায়গা আছে?- জায়গা নাই, ওঠা ছাদের উপরে। এতকাল বাস কাউন্টারে সিটের স্বপ্ন নিয়ে ছিনু ভুলে সেই স্বপ্ন দিলাম তুলে থরে বিথরে- এখন আমারে ল করুনা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে গাড়ি আগের স্টপেজের প্যাসেঞ্জারে গিয়াছে ভরি। দ্বিগুন ভাড়া বৃদ্ধি করে কত সিএনজি ঘুরে ফিরে, শূণ্য বাস কাউন্টারে রহিনু পড়ি- যাত্রী যা ছিলো নিয়ে গেলো সোনার গাড়ি।

(আমার এই প্যারোডিটি উন্মাদ পত্রিকার এ মাসের সংখ্যায় প্রকাশিত। উন্মাদে পূর্বে প্রকাশিত ফেইসবুক নিয়ে রচিত আমার আরেকটি ছড়া পড়তে এইখানে ক্লিক করুন ) ফেইসবুকের এই পেইজের মাধ্যমে আমি এবং ব্লগার আশিক সীমান্ত নিজেদের এবং নিজেদের প্রিয় ব্লগারদের লেখা শেয়ার করে থাকি। চাইলে লাইক দিতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.