আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বনাম রাশিয়া আর কিছু পাগলামি

অসহ্য কিছু ব্যাপার এই দুনিয়াতে আছে। এর মধ্যে অন্যতম হল কোন ব্লগে অ্যাকাউন্ট খোলা.। উফফ... ... :( ছোট বেলা থেকে শুনে আসছি রাশিয়া একটি রসিক জাতি। কারণ হিসাবে শুনে আসছি তারা নাকি জীবনের কঠিনতম মুহূর্তে পর্যন্ত নিজেদের নিয়ে মজা করতে ছাড়ে না। ক্লাস ছিক্সে মনে হয় "গ্যাব্রভোবাসির রস রসিকতা" নামে একটি অধ্যায় অধ্যয়ন করেছিলাম।

ওই রকম মজা খুব কমই পাওয়া যায় অন্যান্য অধ্যায় বা প্রবন্ধ পড়লে। এমনকি তাদের নিয়া রসআলো তে পর্যন্ত প্রতিনিয়ত ফিচার ছাপা হয়। বাংলাদেশ বর্তমানে যে সংকটময় অবস্থা পার করছে তাতে সেই "ঠাণ্ডা যুদ্ধ" বা "Cold War" এর সাথে তুলনা করলে অত্যুক্তি হয় না। দুই গ্রুপের নেতা-খ্যাতা যারা আছেন তারা বেশ নিরাপদেই আছেন। শাহবাগ পক্ষের তেনারা তো শুনছি বেশ বিরিয়ানি-তেহারির উপরে আছেন।

আবার ওদিকে বাঁশেরকেল্লায় পেজ এডমিনেরা খাবার চাহিয়া মাঝে মধ্যে পোস্ট করতেছেন। মাঝখানে পড়লাম আমরার মতন সাধারন পাবলিক। রাস্তায় বাইর হইলে বিপদ (গোলাগুলি/কক্টেল/etc হয়), বাজারে গেলে জিনিসপত্রের দামের আগুনে হাত পা পুড়ে অস্থির, পোলায় কয় ট্যাকা লাগবো, বউ কয় ট্যাকা লাগবো, মাইয়া কয় ট্যাকা লাগবো, আমি কই অ্যাম্বুলেন্স ডাক। প্রচন্ড শীতের মধ্যে ডাকা হরতালে যখন গাড়িতে আগুন জ্বলে বাঙালি তখন সেই আগুন তাপাইতে গিয়া লুঙ্গিতে আগুন লাগাইয়া আহত হয়। বনানীতে পুলিশ নিরাপত্তার জন্য সার্চ করে বাঙালি তখন গাড়ির মধ্যে বছর খানেক আগের হারিয়ে যাওয়া ছেলের পুতুল খোজে।

পানির অভাবে প্রসাব হলুদ হয়ে যাচ্ছে তবু পানি না খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কসের আশায় থাকে। শিবির আসতেছে শুইনাই তরুণ মুক্তিযোদ্ধারা পাঁপড় ভাজার তেলের ভিতর আশ্রয় নেন। গুরুত্বপূর্ণ সময়ে আশরাফুল মুরালির বলে আউট হইলে বাঙালি কয় মুরালির চোখ দেইখা ভয় পাইছে। এরপর যেসব মনে আসতেছে তা সবই রাজনৈতিক। তা বলিলে আমার ব্লগিং লাইফ শুরু হইতে না হইতেই শ্যাস হয়া যাইতে পারে।

এরপরেও কইবা রাশিয়া রসিক জাতি??? তুমি তো মিয়া বাঙালি জাতির রসিকতার নতুন অধ্যায় রচনা করলা... আজিব বাঙালি জাতি... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.