আমাদের কথা খুঁজে নিন

   

জর্জ বেস্ট বলেন



জর্জ বেস্ট উত্তর আয়ারল্যান্ডের কিংবদন্তি ফুটবলার । ৮০'র দশকে ম্যানচ্যাস্টার ইউনাইটেড হয়ে ৭ নম্বর জার্সি পরে মাঠ কাঁপিয়েছিলন। দূর্ভাগ্য,উত্তর আয়ারল্যন্ড বিশ্বকাপ না খেলতে পারায় বিশ্ব কাপ খেলা হয়নি। উনার মৃত্যুর পর, শোক বই তে পেলে লিখেছিলো "বিশ্বের এক নম্বর ফুটবলার এর মৃত্যু তে শোকাহত বিশ্বের দুই নম্বর ফুটবলার" উনার কিছু উক্তি আরো আলোচিত করে তুলেছিলো আমি সেগুলো লিখছি সম্পূর্ণ মেমরির উপর ভরসা করে: ১। "গাজ্জার(পল গাসকোয়ান,ম্যান ইউ এর মিডফিল্ডার,জার্সি নম্বর দুই) আই কিউ, তার জার্সি নাম্বার থেকে কম,গাজ্জা কে সে কথা জানালে গাজ্জা আমাকে জিগ্গেস করলো আই কিউ কি? " ২।

"আমার সব টাকা ব্যয় করেছি মদ,নারী আর জুয়ার পেছনে,বাকিটা ছিলো অপচয়" ৩। "আমি আনেক কিছু মিস করি,মিস আমেরিকা মিস ইংল্যান্ড,মিস কানাডা" ৪। "সবাই বলে আমি নাকি সাতজন বিশ্ব সুন্দরী এর সাথে থেকেছি,আসলে সংখ্যাটা হবে চার" ৫। "আমি যখন ঘুমাই তখনই কেবল মদ খাইনা" ৬। "বাম পায়ে শট নিতে পারেনা,হেড কর‌তে পারেনা,সে কিভাবে ১নাম্বার খেলোয়ার,মাথায় আসেনা"-বেক হাম সম্পর্কে ৭।

"আমি বিশ্বকাপ খেললে তোমরা পেলের নামও শুনতেনা!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.