আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা সেরা অভিনেত্রীর বিয়ে আগামী বৃহস্পতি বার!



আমাদের মহান বুদ্ধিজীবী আন্দক জারকির একটা বাণী স্মরণ করা যাক: “পর্দায় যাদের অভিনয় দেখে মুগ্ধ হই , তারা আসলে জানেনা আমরা বাস্তবের মানুষেরা তাঁদের চেয়ে ভালো অভিনয় করে যাচ্ছি ; প্রতিদিন , প্রতি মুহূর্তে!” যে ঘটনায় আন্দক জারকির মনে এই মহান ভাবনার সঞ্চার হয় আসুন সে ঘটনার সাথে পরিচিত হই! একটা মেয়ের সাথে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এক সাথে লেখাপড়া করলেন, পাশাপাশি বাড়ি, অথচ হঠাৎ একদিন শুনলেন এই মেয়ে তিন বছর ধরে যার সাথে প্রেম করছে তার সাথে বিয়ে । আপনার কেমন লাগবে? আমি বলছি না ওর আপনার সাথেই প্রেম করতে হবে। আমি বলছি যার সাথে আপনার প্রতিদিন দেখা হয় সে প্রেম করলে আপনি জানতে পারবেন না?! ঘটনাটা এরকমই হতে পারত। হয়নি যে সে কেবল আধুনিক প্রযুক্তির অবদান! আমার ক্লাস ওয়ান থেকে মাস্টার্সের বন্ধু , আমার প্রতিবেশী ‘ঢেউ” তিন বছর আগে থেকে প্রেম করে আমাদেরই পাড়ার এক বছরের সিনিয়র বড় মাজহার ভাই এর সাথে। ভাল কথা কর প্রেম।

আমরা কি না করছি নাকি! তা সেটা সে স্বীকার করবে না। আচ্ছা ঠিক আছে না করলে নাই! আমরা কিন্তু প্রথম থেকেই জানতাম ঘটনা। ও হঠাৎ মোবাইল অপারেটর চেঞ্জ করল। আমরা গোপন অনুসন্ধানে ওর এফ এন এফ নাম্বার সঙগ্রহ করে কল দিলাম একটা একটা করে। প্রথম টা ওর বাবা ধরল।

২য়টা আমাদের ক্লাসেরই একটা মেয়ে, ওর বেস্ট ফ্রেণ্ড! ৩য়টা মাজহার ভাই! ব্যাস দুই আর দুই চার। মাজহার ভাইয়ের সাথে ওর এমন কোন আত্নীয়তা নেই যার জন্য সে তার এফএনএফ লিস্টে থাকতে পারে। আমরা কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে দেইনি আমরা ওর ব্যাপারটা জেনে গেছি। মাঝে মাঝে ভালমানুষের মতো প্রশ্ন করতাম মাজহার ভাই কী করে? কোথায় আছে? চোখের পাতা না কাঁপিয়ে ও এমন ভাবে উত্তর দিত যেন মাজহার ভাইকে ও চেনে কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছে না কোথায় দেখা হয়েছিল। উফ সেই মুহূর্ত টা যে কী উপভোগ্য হত! অবশেষে কবরস্থানে আসতেই হল।

মানে বুঝলেন তো ওই যে পাওনা টাকা আদায়ের জন্য হোজ্জা কবরস্থানে বসে ছিল বেটা পালিয়ে যাবে কোথায় এখানে তো আসতেই হবে। অবশেষে আমার বন্ধুটির ও আমাদেরকে দাওয়াত করতেই হল বিয়েতে। মাজহার ভাইটা কে এতদিনে বোধহয় মনে পড়েছে!! ভালো থাক বন্ধু! মিস করব তোকে! তোর অভিনয়কে!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.