আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়তলী রেলওয়ে জাদুঘরঃউপমহাদেশের প্রাচীনতম লোকোমোটিভ জাদুঘর।



আমাদের দেশে অনেক অখ্যাত দর্শনীয় স্থান আছে,যা লোকচক্ষুর আড়ালে থাকে অনারম্ভড়ভাবে। তেমনি একটি হলো চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে জাদুঘর। এর আগের ব্লগে আমি চট্টগ্রামের হাতির বাংলো নিয়ে পোস্ট করেছিলাম। ব্লগারদের তেমন বিরক্ত লাগে নাই বিধায় এবার সাহস করে এ পর্বটি পোস্ট করলাম। জাদুঘরটি এবং এর সংলগ্ন জায়গাটি এক কথায় অপুর্ব।

জাদুঘরটির পশ্চিমে আছে একটি শহীদ মিনার,যেখানে ১৯৭১ সালে বিহারিরা প্রচুর নিরপরাধ বাংগালী ও মুক্তিযোদ্বাদের জবাই করে হত্যা করে। এর সাথেই লাগোয়া শাহজাহান ফিল্ড। কথিত আছে জাদুঘরটিতে আগে ইংরেজরা থাকতো। কিন্তু এক দম্পতি আত্নহত্যা করায় এটি অভিশপ্ত হয়ে পরে। আর এটি ঠিক দুপুরে বা সন্ধায় সেখানে নির্জনে গেলে গা ছমছম করে।

তারপরও বলবো,চট্টগ্রাম বেড়াতে এলে সবাই এখানে আসার সময় করে নিয়েন। ছবি সংযোজিত হলো। [img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1300184476_1-SDC11731__1600x1200_.JPG

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।