আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়তলী (ধ্বসে পড়া মানুষগুলোর জন্য)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ভেসে যাচ্ছে নগর বন্দর জীবিতজন আর বাড়ীর চৌকাঠ প্লাবনে যদিও উচ্ছাস জাগেনা, শুধু পলাতক ইদূরের মত খুজে বেড়ানো আশ্রয়, এখানে ওখানে যদিও ডুবে গেছে পাহাড়তলী আর ডুবে যাচ্ছে আমার দেশ হঠাৎই ঢাল বেয়ে গড়িয়ে পড়া লাশের স্রোতে উঁকি দেয় একটা দুটো হাত প্রত্নতাত্তিক প্রাপ্তি যেন পাদরীর মত ভাঁজ করা, বুকের গহীনে অসহায় ব্যাথা নিয়ে বিমূঢ় যদি বেঁচে থাকতেন ঈশ্বর নিশ্চিত পুরুষ্কার দিতেন মর্তে কিংবা বিমূর্তে অথবা সিটি কর্পোরেশনগুলো তাদের নিয়ে বানাতো এক একটা শতবর্ষী আবক্ষমূর্তি মৃতের প্রহসন, বৃহত্তম পরাজয়ের গাঁথা অথচ পাহাড় কিংবা ঈশ্বর কেউই নয় মানুষের শোকস্তব্ধ মানুষগুলোও সেটা জানে বেশ দরিদ্রের বাড়ীঘর স্বপ্নগুলো ধ্বসে যায় অবলীলায় আর আমরা জীবিতরা, বয়ে বেড়াই পঁচা লাশের দূর্গন্ধের রেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।