আমাদের কথা খুঁজে নিন

   

নিজ চোখে জহুর আহমেদ স্টেডিয়ামে বসে বাংলাদেশের বিজয় দেখেছি-আরও দেখেছি একশত বছর আমাদের শোষন করা ইংল্যান্ডের পতন।

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

আমি একজন ভাগ্যবান। হ্যাঁ আমি নিজেকে একজন ভাগ্যবান মনে করছি-। স্বচক্ষে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখা - তার উপর বাংলাদেশের জয়দেখা- নিজেকে ভাগ্যবান বলব না কি বলব? হ্যাঁ- এইতো সেদিন ১১ই মার্চ ২০১১ রোজ শুক্রবার স্টেডিয়ামে বসে আমার দেশের ছেলেদের ইংল্যান্ডকে কুপোকাত করার দৃশ্বায়ন দেখেছি- যেখানে মিশেছিল আমার আবেগ সহ সারা বাংলাদেশির ভাললাগা ভালবাসার গল্পপথা কবিতার মঞ্চায়ন। বিজয়ের গল্প দেখার পর লিখব লিখব করে আর লেখা হয়ে উঠছে -আমি কিন্তু ইচ্ছে করে লেখায় দেরি করিনি- আমার ক্লাস পরীক্ষাসহ নানান ঝামেলায় স্বচক্ষে বিজয়ের মঞ্চায়ন দেখার গল্প লেখা হয়ে উঠেনি । এই অভিযান দেখার -অভিযান সফল হওয়ার যাবতীয় গ্ল্প আপনাদের সাখে শেয়ার করব। আজ ব্যস্ততার জন্য লেখাটি শেষ করতে পারবনা তাই ধারাবাহিক ভাবে আরেকদিন লিখব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.