আমাদের কথা খুঁজে নিন

   

সুরমা লাগেনা চোখে কাজল লাগেনা চোখে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে সুরমা লাগেনা চোখে কাজল লাগেনা চোখে এমন একটা চক্ষু থাকে অন্তরের ভেতর তুমি সেই চোক্ষে কি দেখতে পাও তোমার তরে প্রচন্ড এক ঘাও মা্‌হমুদা মা্‌হমুদারে একবার এসে দেখে যাও। শুকনো কান্না ও আছে জগতে একলাই ভাসি আমি তারই স্রোতে তুমি ছাড়া কে বুঝিবে সে কান্না নিজেকে নিজেই সুধাও। মা্‌হমুদা মা্‌হমুদারে একবার এসে দেখে যাও। ভাগ্য দোষে আজ আমি একলা নিয়তি আমায় নিয়ে খেললো খেলা সে নিয়তি পারতে বদলে দিতে অথচ তুমি না চাও। মা্‌হমুদা মা্‌হমুদারে একবার এসে দেখে যাও। ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।