আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের প্রমান

আল্লাহ আকবার

আজ একটা পোষ্ট দেখলাম কোরান আর মুহম্মদ(সঃ) যে সত্য তার প্রমান দিতে। পোষ্টের আবেদন ভাল লাগলো। সাধারনত নাস্তিকরা স হজভাবে কোনো কথা জানতে চাননা। আমি মোটামোট সংশয়ী ছিলাম একসময়, কিন্তু আস্তে আস্তে আমার ভুল ভেংগে যায়। আপনার প্রশ্ন গুলি আগে আমাকেও ভাবাত।

তারপর পড়াশুনা আর চিন্তা করে সেই সংশয় দুর হয়ে যায়। আপনার প্রশ্ন গুলি মোটামোটি এইরকম। এক, এই ২৩ বছর মহানবী(সঃ) মানসিক ভাবে অসুস্হ ছিলেন কিনা। আমি এইজন্য কিছুটা মনোবিদ্যা পড়েছি নিজের আগ্রহে। একজন মানসিক রোগী কখনো এত পরিষ্কার ভাবে কথা বলতে পারেনা।

তার কথাবার্তাতেই অসংলগ্নতা ফুটে উঠে। মানসিক রোগীরা এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনা। আর এভাবে জয়ীও হতে পারেনা। আমি কিছু মানসিক রোগীকে কাছাকাছি দেখেছি। তারা সংসারও ঠিকমত করতে পারেনা।

আর আমাদের মহানবী(সঃ) কাজগুলি দেখেন। উনি ঘন্টা ধ্বনিই শুনুন আর স্বপ্নই দেখুন উনি উনার কোনো কাজে খারাপ ছিলেন তা কেউ বলতে পারবেনা। দুই, কোরান যে আল্লাহর বানী, এই প্রসংগে আমি প্রথম যে যুক্তিটা ঠিক মনে হল, তা হল আপনি রবীন্দ্রনাথকে দেখুন, ২৩ বছরে তার লিখার মানের পরিবর্তন টা খেয়াল করুন। এই ২৩ বছরে কোরানের লিখার মানের কোনো পরিবর্তন নাই। কোনো মানুষ লিখলে এই মানটা এক রকম থাকতনা।

আর লিখার মধ্যে যে কনফিডেন্স তা কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব না। ষ্টিফেন হকিংস তার লিখাতে বলেছেন গডের ব্যাপারটা উনি শিওরনা। যেখানে আল্লাহ বলেছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.