আমাদের কথা খুঁজে নিন

   

পাশ্চাত্যে অশ্লীলতা, পর্ণগ্রাফি আর পতিতাবৃত্তির বিস্তার আর বহু বিবাহ রোধ । কে বেশী সুবিধাপ্রাপ্ত নারী না পুরুষ ? -১

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
বিগত কয়েক যুগ যাবত আমরা দেখে আসছি পাশ্চাত্য সমাজে অশ্লীলতা, পর্ণগ্রাফি আর পতিতাবৃত্তির অবাধ বিস্তার ঘটেছে। অপরপক্ষে বহু বিবাহ কে আইন করে রোধ করা হয়েছে । পাশ্চাত্য সমাজে এখন নারীর অবাধ স্বাধীনতা । নারী ব্রা আর শর্ট স্কার্ট পড়ে বাইরে ঘুরলেও এটা খুব স্বাভাবিক । ১৮ বছর বয়স হলেই ছেলে বা মেয়ে যা খুশী তাই করতে পারে ।

তাকে রাষ্ট্র বা সমাজ কিছু বলবে না । পুরুষ ও নারী দুজনেরই সমান অধিকার। অথচ অফিস আদালতে নারী অর্ধ উলঙ্গ হয়ে অফিস করে , রাস্তায় চলাফেরা করে কিন্তু কোন পুরুষ হাফ প্যান্ট পড়ে অফিস করার কথা চিন্তাই করতে পারেনা । আবার হিজাব/বোরখা পড়ে নারীকে দেখে সমাজ নাক কুচকায় । এখানে তার স্বাধীনতা নেই ।

পতিতা বৃত্তি একেবারেই স্বাভাবিক । নারী তার দেহ দিয়ে রোজগার করতেই পারে । পুরুষ সেটা টাকা দিয়ে ভোগ করতেই পারে । রাষ্ট্রের নিকট এটা স্বাভাবিক । কিন্তু গভীরভাবে খাতিয়ে দেখেনা কয়টা মেয়ে এই পেশায় স্বাভাবিকভাবে আসে ।

এ পেশার শারীরিক , আর্থিক ও সামাজিক পরিণাম কি ? পুরুষ শাসিত সমাজ ও রাষ্ট্র প্রধান গণ যারা নারীকে ভোগের সহজলভ্য করার জন্য আইন করে এসব কে প্রতিষ্ঠিত করেছে । মিডিয়া তাদের সহযোগী হিসেবে কাজ করেছে । সুন্দরী প্রতিযোগিতা, বিকিনি কনটেষ্ট, গীক কনটেষ্ট পর্নস্টার ইত্যাদি ইত্যাদি সমাজের সাধারণ এর চোখে অনেক বড় করে দেখানো হচ্ছে । এখনতো গে ও লেসবিয়ান তথা হোমো সেক্সায়ালিটি ও রাষ্ট্র্ কর্তৃক স্বীকৃত । কিন্তু অপরপক্ষে বহু বিবাহ আইন করে নিষিদ্ধ করা হয়েছে ।

যারা বহু বিবাহ করে তাদেরকে সমাজের লোক অন্য চোখে দেখে । যুবক ও মধ্য বয়সীরা একা থাকলেও কেউ অবাক হয় না । এটা নিয়ে কানা ঘুষা করেনা যে সে তার সেক্স চাহিদা কিভাবে পূরণ করে । নারীর অবাধ মেলামেশায় কারো মাথাব্যাথা নেই কিন্তু কোন পুরুষের দ্বিতীয় বউ হওয়া সম্ভব নয় । নারী বা পুরুষ কেউ বহু বিবাহে অগ্রগামী চিন্তা বা ভূমিকা পালন করে না ।

সমাজের এরূপ অবস্হার জন্য কারা বেশী ক্ষতিগ্রস্হ ? নারী নাকি পুরুষ ? নারী তার অহংবোধ ও স্বাধীনতার নামে যে কি হারাচ্ছে তা কি সে বুঝতে পারছে ?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।