আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের সাথেই আছি



ক্রিকেট ছাড়া চেনার তেমন কোন মাধ্যম নেই আমাদের। বিশ্ব চেনে ক্ষুধা দারিদ্র্য এবং দুর্নীতির কবলে জর্জরিত রাজনৈতিক সহিংসতার বর্জ্যভূমি হিসাবে। নোবেল বিজয়ী জুতা ক্ষয় করে আদালতের দরজায়, আইনের হাত বাধা ক্ষমতার শিঁকলে। ক্ষমতায় যাওয়া এবং টিকে থাকার জন্য মাজায় কাপড় বেধেছে উত্তরাধিকার সুত্রে জমিদারী পাওয়া নেত্রীদ্বয়। কৃষকের ঘামে উৎপাদিত আলু মাঠে পচে যাচ্ছে, দুদিন পরেই মহাজনের গোলায় উঠে তার দাম নয়গুন হবে।

এখানে আমজনতার উল্লাস করার মত একটি মাধ্যম -ক্রিকেট। হার জিতের খেলায় আমরা নিশ্চিত করে জয়টি চাই। বেচেঁ থাকার জন্য, একটু আনন্দে ভেসে যাওয়ার জন্য এ ছাড়া আমাদের সামনে আর কোন উপায় নেই। ক্রিকেট জেতা মানা বীর বাঙ্গালীর ৫২' ৭১' ৯০ উজ্জল হওয়া। খেলে যাও বাংলাদেশ, ষোল কোটি মানুষ তোমাদের জন্য প্রার্থণারত।

তোমাদের জয়টা সকলের মানচিত্র বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.