আমাদের কথা খুঁজে নিন

   

একটি দুর্ঘটনা এবং সাফল্যের মধ্যবর্তী বাস্তবতা

GORBITO BANGLADESHI

একটি সপ্তাহ পেরিয়ে গেল বাংলাদেশের ক্রিকেটইয় ভরাডুবির এবং সাথে সাথে একটি সপ্তাহ পেরুলো কিছু হলুদ সাংবাদিকতার অসীম শীত্কার-এর. আমরা বাংলাদেশ এর সমর্থকেরা ইদানিং 'Eat Cricket, Drink Cricket and Sleep Cricket' গোত্রে এত ভালোভাবেই নাম লিখিয়েছি যে, আমাদের এখন যে কোনো মূল্লেই জয় চাই আর জয় না পেলে আমরা বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার -এর মুন্ডুপাত করতেও ছাড়িনা, অহেতুক প্রলাপ বকে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে পরি এবং আত্মকেন্দ্রিক কিছু পুরনো নাম কা বাস্তে ক্রিকেটার এবং অধিনায়ক এর কলাম পড়ে লাফাই. আর ঠিক এই এক সপ্তাহ পেরুনোর পর যখন বাংলাদেশ-এর টাইগাররা আবার দেশকে আনন্দে ভাসালো, যখন সব প্রতিকূলতাকে হার মানিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়ে বেরুলো, তখন আমার খুব ইচ্ছে করছিল বাংলা ভিসন টিভির রিপোর্টার কিংবা বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সাহেব এবং কিছু সাবেক অসাধারণ ক্রিকেটার এর সাথে দেখা করবার. তাদের খুব করে জিগ্যেস করতে ইচ্ছে করছিল নিজেদের কথা বিশ হিসেবে খেতে কেমন লাগে !!! জনাব সুজন, আপনি মহান ক্রিকেটার ছিলেন বাংলাদেশের জন্য, আপনার স্নায়ু ছিল অসম্ভব কঠোর, আপনি প্রতিপক্ষ কে একাই গুড়িয়ে দিতে পারতেন, যদিও আপনার রেকর্ড আপনার পক্ষে কথা বলে না. আপনি আজ কে বাংলাদেশ দল এর সাথে থাকতে না পেরে মিডিয়া তে যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছেন কোচ, অধিনায়ক এবং দলকে নিয়ে, সেটা আপনার মূর্খতা, ঈর্শন্বিতা এবং সর্বপরি ক্ষমতার প্রতি লালসার এক অসাধারণ বর্হিপ্রকাশ. অবশ্শ আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায়না, কারণ ক্রিকেট ছাড়ার পর আপনি ধারাভাশ্সকার হবার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন আর এরপর বাংলাদেশ দল এর সাথে কিছু সময় থাকলেন এবং কোন্দল বাধিয়ে বের হলেন আর এখন কালের কন্ঠ নামক পত্রিকায় বিশ্বকাপ উপলক্ষে কলাম লিখছেন, মাঝে মাঝে রয়টার্স এ সাখ্খাত্কার দিচ্ছেন এবং যেখানেই আপনাকে দেখা যায়, সবখানেই আপনি দামী রোদচশমা পরে ভাবগম্ভীর মুখ নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ এবং অধিনায়কের গুষ্টি উদ্ধার করতে মুখ থেকে লালা বের করে ফেলেন. ভাই, আপনি দেখি বাংলাদেশ এর সিধু হয়ে গেলেন. ওই লোক তো না হয় ভিনদেশী, আপনার কি স্বদেশী হয়ে নিজের জুনিয়র ভাইগুলোকে নিয়ে উল্টোপাল্টা বলতে একটুও খারাপ লাগেনা? আপনার মতে সাকিব এবং দলের মাঝে বিভাজন আছে (Click This Link), তাহলে আমাকে বলেন যে দলের মাঝে বিভাজন থাকে, সেই দল কিভাবে ৫৮ রানে অল-আউট হবার পরের খেলায় এভাবে ঘুরে দাড়াতে পারে এবং ইংল্যান্ড এর মত টিমকে হারাতে পারে? মনে রাখতে হবে এই জয় কিন্তু কোনো একক নৈপুন্যের নয়, এটি সামষ্টিক বিজয়. জেমি সিডন্স আপনার চক্ষুশুল কারণ ও ফর্মহীন প্লেয়ারকে দলে নিতে চায়না, কারণ সে আশরাফুলকে বাদ দেয়, কারণ এই লোক মুখের উপর সত্যি বলে দেয়, কারণ এই অস্ট্রলিয়ান ভদ্রলোকের নিয়মতান্ত্রিক কোচিং আপনার ভালো লাগেনি, আপনার ভালো লাগে মহান মহিন্দর অমরনাথ কিংবা মহসিন কামাল এর মত কোচ দের কারণ তারা স্বপ্ন দেখাত কিন্তু আপনি, দুর্জয়, পাইলট, ফারুক কিংবা বুলবুল এর মত প্লেয়েররা কখনই সেই স্বপ্নপূরণ করতে পারেননি জাতির জন্য. জনাব দুর্জয়, পাইলট, ফারুক এবং বুলবুল... আপনারা আমাকে বলেন আপানদের পুরো ক্রিকেট জীবন এ কতগুলো achievement আছে? আমি জানি আপনারা হাতে গুনে বলতে পারবেন. পাইলট সাহেব, আপনি মুশফিক এর কাছে দলে জায়গা হারিয়েছিলেন বলেই কি মুশফিক কে আপনার কলাম এ টার্গেট করেছিলেন?http://www.dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=06-03-2011&type=gold&data=Car&pub_no=451&cat_id=1&menu_id=18&news_type_id=1&index=৩ আপনি ক্ষমতা না বুঝে বিলাসী স্বপ্ন দেখার কথা বলেছেন, সেটা আমরা দেখতাম যখন আপনারা খেলতেন, তার প্রমান ২০০৩ এ আপনার নেতৃতাধীন বাংলাদেশ. দুর্ঘটনা ঘটতেই পারে ক্রিকেট এ এবং সেটা পুঁজি করে আপনাদের মত সাবেকরা পত্রিকাতেই কলাম লিখেন এবং কিছু এক্সট্রা টু-পাইস কমানোর নেশায় বিভোর থাকেন. জনাব বুলবুল, আপনি মহান কোচ হয়ে গেছেন ইদানিং, যিনি কিনা সুদুর চীন এ বসে চৈনিক সম্প্রদায়কে ক্রিকেটের মত সময় কঠিন এক খেলার ব্রত নিয়ে কাজ করছেন. আপনার বক্তব্য অনুযায়ী মাহমুদুল্লাহ কিংবা নায়ীম এর উপর কতটা ভরসা করা যায় (Click This Link), তো ভাই, আপনার জবাব নিশ্চই আপনি পেয়েছেন? আপনি মাল্টি-স্কিল্ড প্লেয়ার না নিয়ে স্পেশালিস্ট চান, কিন্তু এটা দেখেন না যে নতুন ক্রিকেটের যুগে সব বড় দলই মাল্টি-স্কিল্ড প্লেয়ার দিয়ে দল চালাচ্ছে! উদাহরণ হলো আজকের খেলায় সাউথ আফ্রিকা. জনাব ফারুক, আপনার খেলা দেখলে আমার মাথা থেকে পা পর্যন্ত আগুনের তাপ এ পূরবার উপক্রম হত, আর সেই আপনি বর্তমান টিম, কোচ, মেনেজমেন্ট নিয়ে বড় বড় বুলি আওড়ান - ভাবতেই ভালো লাগে. আপনি ও তো একসময় দলের নেতৃত্বে ছিলেন, আপনার দলে কোনো অন্তর্কোন্দল ছিল না, কিন্তু আপনি পারেননি কেন ৯৪তে আইসিসি জেতাতে? আপনাদের কোচ তো ছিল অমরনাথ, খুবই উচুমানের কোচ তাইনা? তাহলে কেন ৯৬ বিশ্বকাপ এ আমরা খেলিনি? জনাব বাংলা ভিসন, রিপোর্টার হিসেবে আপনি অসাধারণ, পেট চালাতে যা করা দরকার সেটা আপনি খুব ভালো করতে পারেন, কিন্তু সত্য বিবর্জিত রিপোর্টিং করে আপনার পেট কয়দিন চলবে আমার সন্দেহ আছে! সবশেষে, আপনার যারা একটি তরুণ উদীয়মান দলকে কোনঠাসা করে রাখতে তত্ত্পর তাদের একটি খারাপ দিন এর জন্য, তারা দয়া করে এবার থামুন, ইংল্যান্ড এর বিপক্ষের জয় যদি আপনাদের গলায় আটকে থাকে কাটার মত তাহলে দয়া করে একদলা গরম ভাত খেয়ে নিন পানি দিয়ে, আর তাতেও শান্তি না পেলে নামাজ এর পাটি পেতে দুয়া করেন যেন বাংলাদেশ আগামী খেলায় হারে, কেননা তাহলে আপনাদের ইনকাম এর রাস্তা তা খোলা থাকবে...কিন্তু ভাই, আপনারা এটাও জেনে রেখেন শকুন এর দুয়ায় গরু মরেনা.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.