আমাদের কথা খুঁজে নিন

   

মিশ্র প্রাণের সুর -২

শাদা পরচুল অন্ধকার

স্বপ্ন পথের পথিকেরা হেটে যায় বিমূর্ত পথে দেখে তাই মনে ভাবি, আজ রাত্রে হাটব আমি মুক্তির পথে । দলে যাওয়া ঘাস জানিয়ে দেবে তুমি এসেছিলে । হয়ত ছলনা জাল ছিড়ে, সবটুকু ভ্রান্তি ভুলে গিয়ে লাবনীতা হয়েছে পথের সঙ্গী তোমার । নোনা জলে লেখা দিনান্তের গল্প হয়তবা হয়েছে শেষ, তেমনি আমি লিখতে এসছি আজ শিরোনামহীন এক দিনে, এ পথের বিনাশের কবিতা । শেষ হয় যাত্রা ।

পথের শেষে পেয়ে তোমায় প্রশ্ন করি, কেমন আছ প্রিয়ন্তীকা ? ফিরিয়ে দৃষ্টি দেখ আমায়, নিমিষে আস বাহুডোরে মোর । চোখে তোমার আলিঙ্গণের অমোঘ আকর্ষণ । ভালবাসার কাছে শুধোই, প্রিয়া বলে যাও-ভালবাসি অস্ফুটে স্বরে তার, সল্লজ হাসি- বলবে আমাতে চেয়ে দূরত্ব আর নয়, বিরহের আর নেই দরকার । তারিখ : ১২.০৩.১১ এটা কি এখনো কি বুঝতে বাকি আছে?? আমার ব্লগে আপলোড হওয়া সব কবিতা । যার যেটা মিস সে সেটা পড়ে নেবেন ভাই ও বোনেরা ।

আর এই কবিতাটি উৎসর্গ ফাইরুজ আপুমনিকে । ভাল থাক তুমি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।