আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া )



বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন। *#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর ( IMEI ) আই.এম.ই.আই নম্বার পাবেন। নোট: আই.এম.ই.আই ( IMEI ) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।

এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত ( ৭ ) এবং আট ( ৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন। * সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত ( যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [ অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি ] * সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী অথবা হাঙ্গেরি এবং এর কোয়ালিটি মোটামুটি মানের। * সাত এবং আট নং ডিজিট যদি 10, 70, 91 বা 01,07,19 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির। * সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট।

* সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে। * সাত এবং আট নং ডিজিট 30 বা 03 হলে কোরিয়ার * সাত এবং আট নং ডিজিট 40 বা 04 হলে চায়নার * সাত এবং আট নং ডিজিট 50 বা 05 হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের * সাত এবং আট নং ডিজিট 60 বা 06 হলে হংকং বা মাক্সিকোর। ....... আসলে নকিয়া মাল্টিন্যাশনাল কোম্পানী। কোনো একক জায়গায় এটি তৈরী হয়না। মাদারবোর্ড তৈরী হয় একজায়গায় তো স্ক্রিণ ডিসপ্লে তৈরী হয় অন্য কোথাও।

1 এপ্রিল 2004 এর আগের ফোনগুলোতে সেটটি সংযোজন করা হয় যে দেশে, সেই দেশের কোড (Final Assembly Code বা FAC) IMEI এর প্রথম 6 ডিজিট এ থাকতো (TAC+FAC). তবে বর্তমানের ফোনগুলোর IMEI থেকে সেই কোডটি বাতিল করে প্রথম 8 ডিজিটে শুধুমাত্র TAC (Type Allocation Code) প্রকাশ করা হয়। তাই বর্তমানে IMEI থেকে সেটটি কোন দেশে প্রস্তুত জানা সম্ভব নয়। মোতালেব প্লাজার এক সুত্র থেকে জানা যায় বেশির ভাগ সেট চুরাই পথে ইন্ডিয়া থেকে আসে কারন ১ টা অরিজিনাল ম্যাড ইন চাইনা ১২০০ সেট বিক্রি করলে লাভ হয় ৫০ টাকা ইন্ডিয়া থেকে যে গুলো চোরাই পথে আসে সে গুলোতে লাভ হয় ১৫০ থেকে ২৫০ টাকা । সেট গুলো খুব নিম্ন মানের হয় এবং সেট গুলা আনার পর চোরা কারবারিরা স্টিকার উঠিয়ে নতুন স্টিকার লাগায় তারপর সারা বাংলাদেশ এ সাপ্লাই হয় তাই কোড মিলাতে ভেজাল ও সমস্যা..... পরামর্শ হলো শোরুম ছাড়া সেট না কেনার তবে সবচেয়ে ভাল হয় বিদেশ থেকে আনাতে পারলে পরে দেশে এনে country lock খুলে use করলে সেটা সবচেয়ে ভাল। এবার বুঝে শুনে সেট কিনুন।

এর পরও যদি আপনার সেটের তথ্য না পান অথবা সন্দেহ থাকে তবে আপনার IMEI নাম্বার পুরোটা দেবেন দেখি কি করা যায়? কি অবস্থায় আছেন জানাবেন.......... (সংগৃহীত ও সতর্ক করার উদ্দেশে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.