আমাদের কথা খুঁজে নিন

   

রেডিও আমার-এর আমার ভালবাসা প্রোগ্রাম ও কিছু কথা

যাহা বলি সত্য বলি....

এফ এম চ্যানেল রেডিও আমার-এ প্রতি বৃহস্পতিবার গভীর রাতে লাইভ প্রচারিত হয় আমার ভালবাসা নামের একটি প্রোগ্রাম। এতে অতিথি হিসেবে আসেন একজন পুরুষ বা নারী। তবে বেশিরভাগ রাতেই এসেছেন কোনো নারী। তিনি তার ভালবাসার বর্ণনা দেন আর সমাধান দেওয়ার চেষ্টা করেন লাভগুরু নামের এক চরিত্র। প্রোগ্রামটি উঠতি বয়সী নারী পুরুষের মধ্যে সাড়া ফেলেছে।

আমার জানা মতে অনেক ছেলে মেয়েই(বিবাহিত-বিবাহিতারও) ওই রাতে আর কোনো কাজ হাতে রাখেনা। শুধুই ওই প্রোগ্রাম শোনে। আর এর একটি বড় কারণ মনে হয় অনুষ্ঠানে সংল্লিষ্ট ছেলে- মেয়ের মুখে একে বাড়ে প্রেমের ভেতরের বর্ণনা শোনা। যেমন গত রাতে অতিথি হিসেবে এসেছিলেন এক মহিলা। তিনি অবলীলায় বলে গেলেন তার লম্পট স্বামীর অনৈতিক সব কথাবার্তা।

যিনি একজন চলচ্চিত্র-নাটক জগতের একজন সেলিব্রেটিও। বিয়ের ২মাস পরই তিনি জানতে পারলেন ওই সেলিব্রেটির এক মহিলার সঙ্গে পরকীয়ার কথা, তার পেটে তার সন্তান। তিনি আরও বললেন তারই উপস্থিতিতে ঐ মহিলাকে তার স্বামীর আদর করা, এক বিছানায় তাকে নিয়ে শুয়ে থাকাসহ নানা প্রসঙ্গ। একপর্যায়ে ওই মহিলার পর আরও কয়েক নারীর সঙ্গে তার মেলামেশার কথা। যা বলছিলাম এতে করে যতটা না তরুণরা ভাল কিছু শিখবে, তারচেয়ে ঐ জগতে পা বাড়াবে বড় একটি দল।

তাই এ বিষয়ে রেডিও আমার এর এ বিষয়ে এখনি চিন্তা ভাবনা করা উচিত। আপনারা যদি কিছু জানেন, তবে আপনাদেরও মত জানতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.