আমাদের কথা খুঁজে নিন

   

ভালোই পুংটা ছিলাম

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

২০০২ সালের কথা । আমরা তখন সবেমাত্র ক্লাস টেন এ উঠেছি । বৈশাখ মাসের কোন এক শুক্রবার সকাল ।

ঝম ঝম করে নামলো বৃষ্টি । আর যায় কোথায় ?? বন্ধুদের সবার মুখের ৩২ টা দাত বের হয়ে গেল । স্যার এর বাসায় পড়ছিলাম ,পড়া ওইদিন ওইখানেই সমাপ্তি । কোনোমতে স্যার এর বাসা থেকে বের হয়ে সাইকেল টা নিয়েই দে ছুট । বাসা থেকে শুকনো কাপড় একটা ব্যাগ এ নিয়ে সোজা স্কুল মাঠের উদ্দেশ্যে সাইকেল চালালাম ।

সাইকেল তো নয় , যেন একটা হেলিকপ্টার । মাঠে যেয়ে দেখি ৩০ টা বান্দর একটা বল নিয়ে দাপাদাপি করতেছে । যাই হোক , ফুটবল খেলা শুরু হল । এক এক সাইডে ১৬ জন করে বৃষ্টির বেগ আরও বাড়ল । আর সাথে আমাদের বাঁদরামিও ।

খেলার মাঝে টেনে রাম আছাড় খেলো কয়েকজন । এ একে ল্যাং মারছে , ও ওইদিকে কারন ছাড়াই মাটিতে গড়াগড়ি দিচ্ছে । ভাবছিলাম খেলা টা জমবে । কিন্তু এক ঘণ্টার মাঝেই আমাদের টিম ৩ খানা গোল খেল । যদিও খেলা শেষ হবার কোন নির্দিষ্ট সময় ছিল না , এবং আমার সু !বন্ধুদের উৎসাহে খেলাটি অনন্তকালের পথেই যাত্রা করেছিল ।

২ ঘণ্টায় ৮ গোল খেয়ে ভুত হয়ে গেলাম । বল মাঝ মাঠে ,ঠিক এমন সময় , আমাদের টিম এর বিশাল পালোয়ান চমন , তেড়ে দৌড় দিল একটা । বিপক্ষ টিম এর আরেক জাম্বু রিফাত ও দিলো দৌড় । দুই পাশ থেকেই দুই জাম্বুর পা অবতরন করলো বল টির উপর । বলটি সাই করে শুন্যে উঠে মাঠের পাশের মসজিদদের কাঁচের জানালার উপর নিজের রাগ টা দেখাল ।

ঝন ,ঝন ,ঝন । জানালা ভেঙ্গে খান খান । আগেই বলেছি শুক্রবার এর কথা । দুর্ভাগ্য কিনবা সৌভাগ্যক্রমে ঠিক ওইসময় আজান হচ্ছিল । আল্লাহু আকবর এর আল্লাহু পর্যন্ত বলার সাথে সাথেই আজান থেমে গেল ।

আমরা তো বুঝলাম কেস খারাপ । সাথে সাথেই মাঠ টা খালি হয়ে গেল । যে যেদিকে পারিল ঝাড়িয়া দৌড় দিল । আমি আর আমার এক বন্ধু উল্টা দিকে দৌড় দিছিলাম । মোটামুটি সবাই ই তাদের সাইকেল যেখানে রাখা ছিল ওইদিকে গেছিল ।

সবাই নিজেদের সাইকেল এর লক খুললো । এরপর পুকুরে গোসল করবে বলে একে এক যেতে লাগলো । আমি ভাবলাম আমার ও যাওয়া উচিৎ । আমি আমার সাইকেলের কাছে পৌঁছুতে পৌঁছুতে ওদের সবার ই সাইকেল খোলা শেষ । ঠিক যেই সময় আমি আমার সাইকেল খুলতে যাব , ওইসময় দেখি মসজিদ এর মুয়াজ্জিন সাহেব সাথে তার এক চ্যালা নিয়ে আমাদের দিকে আসছেন ।

এটা দেখে আমি আমার সাইকেল টা না খুলে বন্ধুদের সাথে যেয়ে আড়াল হলাম । ভাবছিলাম , মুয়াজ্জিন আমাদের দল টাকে ধরতে আসবে । কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে উঁকি মেরে দেখি উনি আমার সাইকেল টা কাধে করে নিয়ে যাত্রা করেছেন উল্টো দিকে । মানে আমার সাইকেল আটকাইছেন ! আমার তো চক্ষু চড়কগাছ !!! দৌড় দিয়ে কাছে যেতেই উনি আমাকে আমার কাপড়ের ব্যাগ টা দিয়ে দিলেন । ভাবখানা এমন যে তুমি তোমার কাপড় নিয়ে বাড়ি যাও বাপু , তোমার সাইকেল আমার কাছেই থাক।

আল্লাহর অশেষ দয়া তে ওই এলাকার ই এক বন্ধুর আবির্ভাব হল । বন্ধুকে আবার হুজুর চিনেন । তো ওই বন্ধু হুজুর কে বলল- হুজুর ,আমরা টাকা তুলে জানালার কাচ ঠিক করে দিব , আপনি সাইকেল টা ছেড়ে দিন । অনেক গুঁতোগুঁতির পর হুজুর অবশেষে আমার সাইকেল খানা ছাড়ল ( বিঃ দ্রঃ জানালার কাঁচ টা পরের দুই বছর ও ভাঙা ছিল )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।