আমাদের কথা খুঁজে নিন

   

আমিতো ভালোই

রাজপথে রাজা, আর ফুটপাথে আমি; যাব ঠিক একই খানে, জানি আমি জানি।

হাঁ আমি ভালো, হ্যাঁ আমি ভালো মানুষ, কেননা এইতো আজকে সকালবেলা একটা পেশাদার ভিক্ষুককে(যে খুব ভাল অভিনেতা) হাইজ্যাক করা টাকা থেকে নগদ দশ টাকা দিয়ে দিলাম। যদিও আমি জানি, তার আয় আমার বাড়ীর পাশের রিক্সা চালক ভাইটির থেকে বেশি, তাতে কি ? আমি ভাল, কেননা আজই আমি আমার পাড়ার ছোট ভাইদের ঈদের পটকা কেনার টাকা দিলাম, যদিও আমি জানি, ওই টাকা দিয়ে ওরা বিড়ি কিনে খাবে। হ্যাঁ আমিত ভালোই, কেননা দেশের নিম্ন মানের পণ্য উৎপাদনের মাধ্যমে যেন আমাদের ঠকাতে না পারে, সে জন্য আমি সব সময় বিদেশী পণ্য ব্যবহার করি। আমার মতন সবাই যদি এমন ভাবে চিন্তা করে বিদেশী পণ্য কিনত তবে সব সময়ই আমরা ভাল জিনিস মাখতে, শুকতে, দেখতে, খেতে পারতাম।

দেশি এসব থার্ড ক্লাস মার্কা পণ্য আর সহ্য হয় না। হ্যাঁ আমি ভাল, কেননা আমি নির্বাচনে দাঁড়ানোর সময় বিনা মূল্যে কত লোককে চা, বিড়ি, বিস্কুট, কোকাকোলা খাওয়াই। তবুও বেটা নেমক হারামরা ঠিক মতন ভোট দেয় না। আমি ভাল, কেননা আমি প্রায় নিয়মিত জুম্মার নামাজ পড়ি। আর পুলিশের ঝামেলার জন্য জীবনে মাত্র পাঁচবার ঈদের নামাজ পড়তে পারিনি।

ভাবছি এবার রাস্তা সংস্কারের টেন্ডারটা নিয়ে আবার আমার হজ্ব সংস্কারটা করে নেব। গত দুই বার হজ্ব করতে গিয়েও সৌদিটা ভাল মতন দেখা হইনি। আমিতো ভালোই, কেননা আমি প্রায় প্রত্যেক বছর পবিত্র ঈদ উপলক্ষে অপবিত্র লটারির ব্যবস্থা করি, যেখানে একজন মাত্র একশ টাকার বিনিময়ে একটা চার চাকাওয়ালা গাড়ির মালিক হয়। এই ব্যবসার আগে অবশ্য একবার, ঐ যে রথের মেলায় হাতি/ঘোড়ার ছবি আঁকায়ে জুয়ার ব্যবসা হয় না? সেইটাও চালাইছিলাম। তাতে পুলিশও ঝামেলা করে, লাভও এর চাইতে কম হয়।

তাছাড়া সমাজের যেসব নেকু-মনু- পুষু (অতিশয় ভদ্র) বুদ্ধি জীবিরা আছে আড়ালে তারা নিন্দা করে। আর আগে শুধু মাত্র সমাজের ঐ নিচু স্তরের লোকদের বোকা বানাতাম, এখন একসাথে সবাইকে বোকা বানাতে পারি, মজাই আলাদা। কত হুজুর দেখলাম যারা আগে ফতোয়া দিত, আর এখন কত আশা আর খোদার নাম নিয়ে টিকিটের নম্বর মেলায়। মাঝে মাঝে কয়েকটা পাগল একটু-আধটু লম্ফ-ঝম্ফ মারে। কিন্তু তাতে লাভ নেই. আগে যেই পুলিশকে ঘুষ দিয়ে ব্যবসা চালাতে হত, এখন ইচ্ছা করলে সেই পুলিশের বড় কর্তাকেই আমার অনুষ্ঠানে অথিতি করে আনতে পারি মজা কত হেঃ হেঃ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।