আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স-ফিকশন ছবিতে এটিএম শামসুজ্জামান

সাধারণত চলচ্চিত্রে খল চরিত্রেই অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। গত কয়েক বছর ধরে নাটকে কমেডি চরিত্রে অভিনয় করে চলেছেন। পাশাপাশি চলচ্চিত্রেও কমেডি চরিত্রে অভিনয় করছেন। তিনি মনে করছেন, তারই ফলশ্রুতিতে চলচ্চিত্র নির্মাতারা তাঁকে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করছেন। সম্প্রতি এটিএম শামসুজ্জামান চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে।

নাম দ্য স্টোরি অব সামারা। পরিচালক রিকিয়া মাসুদ।

এটিএম শামসুজ্জামান বলেন, ‘কমেডির জয়জয়কার চলছে এখন। নির্মাতারা কমেডি ফিল্ম বানানোর জন্য ঝুঁকছেন। এ কারণেই হয়তো আমাকে এই চরিত্রে ডাকা হয়েছে।

আমি আশা করছি কাজটা ঠিকমতোই শেষ হবে। ’

জানা গেছে, দ্য স্টোরি অব সামারা চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের চরিত্রটির নাম আফজাল। মন-ভোলা টাইপের মানুষ। কিন্তু অনেক মজার। তার কার্যক্রমে আশপাশের মানুষ বেশ মজা পায়।

সুন্দরী একটা মেয়ের বাবা তিনি। সেই মেয়ের প্রেমিককে নিয়ে ঘটে নানান মজার ঘটনা। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।