আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিক তুমি স্থবিরতা ভেঙে, চঞ্চল হয়ে ওঠো

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

প্রেমিক তুমি স্থবিরতা ভেঙে, চঞ্চল হয়ে ওঠো -----------------------------------------------ড: রমিত আজাদ সুদূর নক্ষত্রলোক থেকে শত বছরের নিস্তদ্ধতা এসে বলে গেল, ধ্বনিরা জাগ্রত হও, কোলাহলময় উৎসবের রাতে প্রেয়সীর চোখে জমে থাকা জলে জ্যোৎস্নার আলো জ্বলে উঠে বলে প্রেমিক তুমি স্থবিরতা ভেঙে, চঞ্চল হয়ে ওঠো। ফিনিক ফোটা জ্যোৎস্নার তীব্র আলোয় স্নিগ্ধ গোলাপের বাগানে, যেন প্রিয়তমার ছায়া দুলে ওঠে। প্রেমিক অস্হির হয়ে দেখে, কি এক অদ্ভুত আনন্দে জোনাকির দল নেচে নেচে তোলে, ফুলের পাঁপড়িতে স্পন্দন। বসন্তের মৃদু বাতাস ঝড় তোলে হৃদয়ের গহীন বনে। প্রেয়সীর মৌন আবেগ চিৎকার করে বলে, প্রেমিক তুমি স্থবিরতা ভেঙে, চঞ্চল হয়ে ওঠো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.