আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিক কথন



একটা ছেলেকে কখন পার্ফেক্ট বলা যায়?? -কখনো না -কখন সে পার্ফেক্ট পার্টনার হয়?? -যখন সে পার্টনার এর হা তে হা মিলাই। অনেক বেশি এক্টীং করার পাওয়ার থাকে তখন -তার কথায় নাচলেই ছেলেটা পার্ফেক্ট হয়?? -সে রকমি কিছু -অভিনয় ও ভালো জানা থাকতে হবে -ধর, তারে বাধা দিলে.... কিংবা যখন কোন কাজের অর্ডার দেয়... তখন সে পার্টনার হিসেবে খুব খারাপ?--সেটা ভেরি করে...পার্সন টু পার্সন -গড় হিসাবে? -গড় হিসেবে বয়ফ্রেন্ড হিসেবে কলেজ পেরিওডে সবাই চাই গৃহপালিত বয়ফ্রেন্ড...ভার্সিটি লাইফ এ একজন সাফল্য অবশ্যাম্ভাবী এমন একটা ছেলে...আর বিয়ের সময় মোটা অঙ্কের সেলারী পাওয়া একটা ছেলে আরকিছু না তাদের চাহিদা...ভালোবাসা উপন্যাসে আছে...উপন্যাসের কল্পনা থেকে মেয়েরা প্যারাসুট দিয়ে বাস্তবে নামে আর ছেলেরা বাস্তবতার রুক্ষ জমিনে ছিটকে এসে... সামলে নিলেও অনেক সময় পার হয়ে যায় -শুড আই টার্ন ইনটু গৃহপালিত? -না। নিজের সত্ত্বাকে কারো জন্য বিক্রি করা উচিত না। মেয়ে অনেক আসবে। যে ভালোবাসবে তাকেই বেছে নিবি।

তুই নিজে যা তা যার ভালো লাগবে সে ই আসল পার্টনার। যার জন্য পরিবর্তন হতে হয় সে পার্টনার না -যদি সে বলে, ভালোবাসি। -ঠিক পরমূহুর্তেই বলে, তোমাকে পাল্টাতে হবে। ... ভুল আর কত করবা??.... আমি আর কত স্যাক্রিফাইস --করবো??..... -তখন? -তখন বলতে হবে আমার ভুল যদি ভালো না লাগে তবে কিভাবে ভালোবাসলে -ট্যাবলেট খাওয়া ঠিক??? -১৫/ ২০ টা? -সেটা পার্সন বাই পার্সন ভেরি করে - এ বয়সের জন্য কতটা যুক্তিযুক্ত?? কাঁচা প্রেমে ট্যাবলেট মানায়? -ভেরি করে...যদি ভাবে বাবা মায়ের চেয়ে ২ মাসের চেনা মেয়ের দাম বেশি তবে খাওয়া যুক্তিযুক্ত -মেয়েটা ভালোবাসে..... না শুধুই নাটক..... যাচাই করার যন্ত্র বাজারে কিনতে পাওয়া যায়?? -সেটা সহজেই বোঝা যায়...ওর ফোন নাম্বার আছে? -কথা শোনা যায়? -কি কি কইতাম? -আমি যা ইচ্ছা -সাজাই গুছাই স্ক্রিপ্ট লিখে দে -প্রেম করবা তুমি স্ক্রিপ্ট করবো আমি...তাইনা? -হুমম -বল "হয়তো আমি তোমার সামনে পরিবর্তন হওয়ার অভিনয় করবো,কিন্তু আমি কি আমার নিজের সত্ত্বাটাকে পরিবর্তন করতে পারবো?কখনো না। আমার সত্ত্বাটা আমার ভিতরেই থাকবে...সেই সত্ত্বা কোন একদিন অজান্তেই হঠাত বেড়িয়ে আসবে।

তখন তুমি কষ্ট টা বেশি ই পাবে। তার চেয়ে বরং যেমন আছি তেমন থাকাটা ভালো না? -আচ্ছা দেখি। -তবে শিখানো বুলি না বলাই ভাল। আমার আমি টা তো আর বলি নি। দেখি কি হয়...... অবশ্য ও যেমন আছে, আমি তেমনটাই ভালোবাসি... -সেটাই -ইফ আই অয়্যার পার্ফেক্ট !!!!! -পার্ফেক্ট কেও না -ওরা যে চায় -হম...ওরা নিজেরা কতটুকু পারফেক্ট? -সেটা প্রশ্ন করলেই আমরা খারাপ -সেটাই -সবকিছু কখনো এক সাথে পাওয়া যায়না...স্যাক্রিফাইস করা লাগে -ওরা করতে নারাজ।

-না করলে পানিতে ফালা -পারবো না যে -কেউ পারেনা...কিন্তু ধীরে ধীরে ভুলে যায়.... -আম ওরে না পেলে রিলেশনেই যাব না কখনো। - -সব মেয়েই এরকম করবে। -যতদিন না আমি বুড়া হচ্ছি আর ক'বছরের ছোট মেয়ে দূর্ভাগ্যক্রমে কপালে জোটছে, ততদিন একাই কাটাবো। সীমিত কষ্ট পাব -সেটা তোর ব্যপার। জীবন টা খুব সীমিত পর্যায়ের কিছু না...এটা অসীম -প্রথম প্রেমটা বেশ কাঁদায় -জানিনা -তবে এত কষ্ট পাস কেন? -কষ্ট কে পাই? -তুই -কই না তো -আমিও এ লাইনের।

লুকানোর চেষ্টাটা ব্যর্থ -আমি মোটেই লুকানোর চেষ্টাই নাই -আর আমি কেন প্রেমে পড়লাম!?? সেটাই প্রশ্ন একা ছিলাম, খারাপ না দিনগুলা -সেটা যুক্তি সঙ্গত না...সবাই পড়ে... -এমনভাবেই কি পড়ে?? -হম...দুই দিন দূরে থাকলে মোহ কেটে যায়... -আর প্রেম হারানোর কষ্টের চেয়ে অন্যের কাছে লজ্জা পাওয়ার কষ্ট টা ই বেশি কাজ করে -আর যখন দম আটকে আসতে চায়..??.. যখন খিটখিটে মেজাজ লাগে..??... সেটাও মোহ? -হম...মোহে সবাই মন্ত্র মুগ্ধ -মোহতে কষ্ট আছে? -হম মোহের কষ্ট ই বেশি...বাস্তবতা অত কষ্ট এর না -তবে বেশি কষ্ট পাওয়ার দরকার নেই আমার -এমনভাবেই কি পড়ে?? -হম...দুই দিন দূরে থাকলে মোহ কেটে যায়... আর প্রেম হারানোর কষ্টের চেয়ে অন্যের কাছে লজ্জা পাওয়ার কষ্ট টা ই বেশি কাজ করে -আর যখন দম আটকে আসতে চায়..??.. যখন খিটখিটে মেজাজ লাগে..??... সেটাও মোহ? -হম...মোহে সবাই মন্ত্র মুগ্ধ -মোহতে কষ্ট আছে? -হম মোহের কষ্ট ই বেশি...বাস্তবতা অত কষ্ট এর না -তবে বেশি কষ্ট পাওয়ার দরকার নেই আমার -সেটা তোর উপর নির্ভর করে -মনমত মেয়ে পাওয়া যায়? -সবসময় মানুষ মনের চাহিদা বুঝেনা -ভাবলে মাথায় ঝিম ধরে যায়। -ইশশশশ.... যদি সে বুঝতো কতটা ভালবাসি -সেটা বুঝেও না বোঝার ভান করলে কিছু করার থাকেনা -তারে নিজের সবটা দিয়ে ভালোবাসি। সে জানে, বোঝে...... তারপরেও সে রাজী না। আর কি চায়? চেহারা??.... ওটা তো আমি বানাইনি -চেহারা সে নিজের টা দেখসে?খুব কি ভালো?চেহারা দিয়ে মানুষ কে জাজ করা যায়না...মানুষ কে জাজ করার মত কিছুই নাই -মন? -মন কে মানুষ নিজেই বুঝেনা...অন্য কি বুঝবে? -তবে কি? -মানুষ কে যাচাই করা যায়না হয়ত -হম... এই মেসেজ গুলা আর্কাইভে রাখা উচিত -কেন কেন? -অসাধারণ চিন্তাবিদের মত কথা বলতেসি -অনেকটা... -যা এবার যাইয়া ঘম দে। ওভারলোড হইয়া যাইবো... -যাই ...আল্লাহ হাফেজ



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.