আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২৪

১ মার্চ, ২০১৩: # ১। ইতিহাসের পাতায় স্থান পাওয়ার দাবী জানালো আজকে পিংকি ম্যাডামের পড়া স্ক্রিপ্টটা। দু'টো পাতার ভাঁজে এত অসংখ্য মিথ্যা এর আগে কোথাও লেখা হয়েছে? গিনেজ বুক অফ রেকর্ডসের ই-মেইল একাউন্ট কারো কাছে আছে? ২। নিলুফার চৌধুরি মনি ৩০ লক্ষ শহীদকে ৩ লক্ষ প্রমানের মিশনে নেমেছিলেন। ম্যাডাম ৩০ জন শিবিরকে ৩০ লক্ষের সাথে তুলনা করে দিলেন! নাহ্ִ, বাপ-মা ছোটকালে অংকটা ঠিকমত শেখায়নি বলে ঠাওর হচ্ছে।

'শূন্য'-এর হিসাবে আজকাল বড় গ্যানজাম লাগে! ৩। বিভিন্ন পেজে পেজে যখন ম্যাডামকে 'জামায়াত ই ইসলামির মহিলা আমির' বলা হয়, তখন যাদের ভ্রু কুঁচকায়, তারা আজ ম্যাডামের সংবাদ সম্মেলন দেখেছেন? সাকা, তুসি গ্রেট হু। ওয়্যাট অ্যা লেসন হ্যাজ লার্ন্ট! লেজই কুত্তারে নাড়ায়! ৪। শহীদ জিয়া জামায়াতকে এ দেশে রাজনীতি করার বৈধতা দিয়েছিলেন। খালেদা জিয়া জামায়াতকে এ দেশে অরাজকতা করার বৈধতা দিয়েছেন।

৫। শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য না দিয়ে ঠিক ওই রাতেই সিঙ্গাপুর গিয়েছিলেন খালেদা জিয়া। ওই দিনই কেন যেতে হলো, তখন প্রশ্নও জেগেছিলো। ইদানিং প্রজন্ম চত্বরে গিয়ে বেশ আশাবাদী হয়ে গেছি। ভেবেছিলাম সিঙ্গাপুরে গিয়ে ক্যান্সার সেলগুলো ফেলে আসবেন।

এদেশের সরকার এবং বিরোধী দল দু'টোই হবে স্বাধীনতার পক্ষের। কিসের কী! প্রশ্নটার উত্তর আজ পেলাম। সিঙ্গাপুরে ভালো চিকিৎসা হয় এটা কোন শালায় বলে রে? ৬। একটা ডায়ালগ পড়েছিলাম ব্লগে, 'আপনি জামাত-শিবির করেন? আপনাকে অন্য গালি দেওয়ার প্রয়োজন নেই'। ৭।

রবি-সোমবারের হরতালে 'নৈতিক সমর্থন' না দিয়ে ম্যাডাম বলে দিলেন, জামাত দু'দিন হরতাল দিয়েছে, আমরা ওদের অঙ্গ সংগঠন। সুতরাং আমরাও হরতাল দিতে পারি। যাও মঙ্গলবার হরতাল। হু! ৮। তৃষা প্রায়ই বলে, জামাত-শিবির করে ক্যারিয়ার গড়তে না পেরে এদের বড় একটা অংশ লন্ডনে চলে যায়।

পরে ধর্ম উপেক্ষা করে কন্ট্রাক্ট ম্যারেজ করে নাগরিকত্বের জন্যে। পরে ওখানে থেকে ভার্চুয়ালি দেশের সব কাঁঠালপাতা খায়। কথাটা ভয়াবহ রকমের সত্য। সাঈদীর রায়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সামনে বিদেশেও জামাতিদের প্রতিবাদ তার বড় প্রমান হয়ে থাকলো। ৯।

একটা প্রজন্ম ইতিহাস ছাড়া অন্ধকারে বেড়ে উঠেছে। নিশ্চিত, এদেশ আর তা হতে দেবে না। স্বাধীনতা বিরোধী সবার ইতিহাসের আস্তাকূড়ে হারিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ভাবতে খুব কষ্ট হয়, ইতিহাস এতই দূর্গতি লিখে রেখেছিলো বিএনপির কপালে? ১০। এবারের সংগ্রাম এদেশ থেকে পাকি প্রেতাত্মা তাড়ানোর সংগ্রাম।

এবারের সংগ্রাম স্বাধীনতা বিরোধী সব অপশক্তি ধুয়ে-মুছে ফেলার সংগ্রাম। জয় প্রজন্ম। জয় জনতা। ২ মার্চ, ২০১৩: # রাজীব হায়দার হত্যাকান্ডে আটককৃত দ্বীপ ও অনিকের জবানবন্দি শুনলাম। এক শিবিরের বড় ভাইয়ের কথায় 'থাবা বাবা'র ব্লগ বা ফেসবুক সম্পর্কে না জেনেই দু'জন মিলে খুন করেছে এবং এখন পর্যন্ত তারা অনুতপ্ত নয় এটাও বলেছে।

আন্দালিব আর মাহী বি, শুনেছেন, শিবিরের জড়িত থাকা নিয়ে আপনাদের সন্দেহটা গেছে? অফিশিয়ালি প্রমানিত হয়ে গেছে যে এটা শিবিরই করেছে। আর বোঝা গেলো পাপ তার বাপরেও ছাড়ে না। এ সূত্র মানলে জামাত-শিবির পার পাবে না। # ১। কোন দ্বিমত নেই, দেশে প্রত্যক্ষ দু'টো দলই আছে এই মুহূর্তে।

একটা স্বাধীনতার পক্ষের, একটা বিপক্ষের। ২। কাদের সিদ্দিকী আবার পল্টি খেয়েছেন। বলেছেন, জামাত-শিবিরের এদেশে ৪৮ ঘন্টা হরতাল দেবার অধিকার নেই। উনি আগামীকাল সকালেও আবার ইউ-টার্ণ করতে পারেন জেনেই বলছি, একবারের জন্য হলেও এই সত্যটা বুঝতে পারার জন্য ধন্যবাদ।

৩। এক ধরণের অক্টোপাস আছে, আটটা রং বদলাতে পারে। মির্জা ফকরুল কত রং বদলাতে পারেন তার হিসেব নেই। ২৬ দিনে ২৬ রং দেখালেন মির্জা সাহেব। মাশাল্লাহ! ৪।

পোলাপান খুব খারাপ, 'খালেদা জিয়া এসএসসি পাশ করতে পারেনি তাই হরতাল দিয়ে কেউকে পরীক্ষাই দিতে দিবে না' লিখে ব্লগ-ফেবু ভরে ফ্যালাইছে! ৫। বিশ্বজিৎ মারা যাওয়ার পর (সরকারকে চাপে ফেলতে) যারা কান্নাকাটি করে ভাঁসায় ফেলেছিলেন, তাদের ইন্ধনেই সব হিন্দুদের বাড়িঘর পুড়ছে এখন। সেলুকাস! ৬। জামাত নিজের কবর খুঁড়েছে আগেই। বিএনপি স্বেচ্ছায়ই ঢুকেছে গর্তে।

বাই দ্যা ওয়ে, বিনা পয়সায় আওয়ামী লীগের এত উপকার ক্যান করলো বিএনপি? মাথার উপর দিয়ে গেলো! ৭। বিএনপির সব সুশীল এখনও বলেই যাচ্ছে, 'আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই'। কোনো সাংবাদিক/উপস্থাপক জিজ্ঞাসা করে না কেনো আপনারা কী বিচার চান, সাঈদীর নি:শর্ত মুক্তি? বেকসুর খালাস? ৮। যারা প্রফাইলে 'আই হেট পলিটিক্স' লিখে রাখত তারও আন্দোলন নিয়ে লিখছে, গণজাগরণ নিয়ে লিখছে। রাজনীতি ছাড়া কোনোদিন কোনো মহান আন্দোলন হয়েছে? ৯।

জামাত-শিবির এখনও একটা নিবন্ধিত দল। তাই এই হানাহানিও রাজনৈতিক সার্থে বলে চালিয়ে দিতে পারছে একটা গ্রুপ। দলটা নিষিদ্ধ হলে বা রেজিস্ট্রেশন বাতিল হলে এই কর্মকান্ড বিবেচনা হবে স্রেফ 'সন্ত্রাস' বলে। খুব খেয়াল কইরা! ১০। জয় বাঙলা।

৩ মার্চ, ২০১৩: # দু:খিত। I QUIT. যুদ্ধাপরাধ বা জামাত-শিবির নিয়ে আমার কিছু ভার্চুয়াল লেখার জন্য আমার পরিবার নিরাপত্তাহীনতায় থাকবে, এটা হতে পারে না। তাই একরকম বাধ্য হয়েই ব্লগে-ফেসবুকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদটা ছেড়ে দিতে হচ্ছে। মা-বাপি কে কথা দিয়েছি, আর লিখছি না আপাতত। তবে যুদ্ধটা যে ছাড়ছি না তা নিশ্চিত।

দেখা হবে বিজয়ে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.