আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও : ছাগুদের জন্য ভালোবাসা মূলক স্ট্যাটাস... ফেসবুক স্ট্যাটাস পোষ্ট - ০৪-১০-২০১০

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

বর্তমানে সামুর ছাগুদের কোয়ালিটি দেখে আমি যার পর নাই আশাহত এবং ভগ্নহৃদয়। এরা ১৪০০ বছর আগের আরবে ঘটে যাওয়া বদর যুদ্ধ অনায়াসে গড় গড় করে লিখে যায়, কোন রাস্তায় কয়জন পদাতিক ছিলো, উঁটে সাওয়ার কয়জন ছিলো, এমনকি শত্রু কেমনে কোন রাস্তায় হামাগুড়ি দিয়া আইছিলো সেইটা পর্যন্ত জানে। কোন পক্ষ কি ডায়লগ মার্ছিলো সেইটা পর্যন্ত কোটেশন মারে! ৭১১ সালের মুর জেনারেল তারিকের সৈন্য সংখা আর স্পেন বিজয়ের রণকৌশল নিয়ে তারা জ্ঞানগর্ভ পোষ্ট করে। অথচ ৩৯ বছর আগের ১৯৭১ সম্পর্কে তারা জানেই না! জানতে চাই টাইপ পোষ্ট ও মারে তাই নিয়া‍ বেহায়া নির্লজ্জের মতন! আর আজকেতো একটাকে দেখলাম ১৯৭১এ মীরজাফরের নাম ধরে টানাটানি করতেছে! কপাল ভালো কয়নাই বাংলা বিহার উঢ়িষ্যার মহান মুসলিম অধিপতি নবাব সিরাজুদ্দৌলা ১৯৭১ সালে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছিলেন, ইহুদী-নাছারা-মালাউনদের চর নাস্তিক মুনাফিক মীর জাফর আলী খাঁ বেঈমানী করে দেশটা ভারতের হাতে তুলে দেয়, দেশপ্রেমিক জামাত প্রানপণ যুদ্ধ করে হেরে যায়!... এক স্যার বলতেন, "নির্বোধের সাথে আর যাই হোক যৌক্তিক তর্ক চলে না।" এই বাণীটা খুব মনে পড়তেছে... প্লিজ ভাই-বোন সকল, এদের হয় পাবনা নাইলে পাকিস্তান পাঠাবার ব্যাবস্থা করেন, হাত ঠ্যাং জুতা লাথি সব বাড়ায়ে দেন এদের পুনর্বাসনে... শুভ রাত্রী...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।