আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ শেষ মাশরাফির

বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, গত ম্যাচে ‘সাইড স্ট্রেইন’ নিয়ে খেলা মাশরাফির চোটের জায়গায় এমআরই স্ক্যান করা হয়েছে। এই চোট নিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে খেলানো হবে না তাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফিকে পুরোপুরি সারিয়ে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ফিজিও জানান।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, মাশরাফির জায়গায় নেয়া হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজে থাকা পেসার শফিউল ইসলামকে।

বৃহস্পতিবার স্ক্যান করানো হয় চোট পাওয়া বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের ডান কাঁধে। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপের মধ্যে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

বিভব সিং জানান, শনিবার ম্যাচের আগে ফিটনেস টেস্টের পরে বোঝা যাবে মুশফিক খেলবেন কিনা।

বুধবার মুশফিকের শতকের পরও ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় গতবারের রানার্সআপ বাংলাদেশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.