আমাদের কথা খুঁজে নিন

   

কান্না শোনা যায় না,কান্নার শব্দ আমাদের ভালো লাগেনা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে

ক্রিকেট নিয়ে যখন উন্মাত্তাল আমরা,রাতের অন্ধকারে ছেড়া ব্যাগ নিয়ে লিবিয়া থেকে ফেরত ৫২৫ বাঙ্গালি। আরো আসছে!এরপর বাহরাইন,ইয়েমেন,জর্ডান আর সৌদি আরব থেকে। লাশ আসবে সোমালিয়ান জলদস্যুর আক্রমণে।

কর্মঠ বাঙ্গালিরা কর্মহীন হয়ে আসছে। এয়ারপোর্ট কিংবা নলিতাবাড়ির গ্রামে অশীতিপরের কান্না যেন আমাদের ঘুম ভাঙ্গাতে পারেনা। পারবেই বা কেন?আমরা তো দিব্যি ভাল আছি,কারো কিছু শুনার সময় আমাদের কি আছে?ধিক!!! ক্রিকেট নিয়ে যখন উন্মাত্তাল আমরা,রাতের অন্ধকারে ছেড়া ব্যাগ নিয়ে লিবিয়া থেকে ফেরত ৫২৫ বাঙ্গালি। আরো আসছে!এরপর বাহরাইন,ইয়েমেন,জর্ডান আর সৌদি আরব থেকে। লাশ আসবে সোমালিয়ান জলদস্যুর আক্রমণে।

কর্মঠ বাঙ্গালিরা কর্মহীন হয়ে আসছে। এয়ারপোর্ট কিংবা নলিতাবাড়ির গ্রামে অশীতিপরের কান্না যেন আমাদের ঘুম ভাঙ্গাতে পারেনা। পারবেই বা কেন?আমরা তো দিব্যি ভাল আছি,কারো কিছু শুনার সময় আমাদের কি আছে?ধিক!!! কান্না শোনা যায় না,কান্নার শব্দ আমাদের ভালো লাগেনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.