আমাদের কথা খুঁজে নিন

   

কান্না

সত্য বল সুপথে চল, ওরে আমার মন ...

কান্না। কাঁদা মানুষ বা পশু-পাখি কেন কাঁদে? এর উত্তরে নানা মত থাকলেও_সবাই নিশ্চিয়ই একটি মতে আমার সাথে একমত পোষণ করবেন, তা হলো_ব্যাথা থেকে কান্নার উৎপত্তি। ব্যাথা। ব্যাথার আবার নানা ধরন আছে। শারীরিক।

মানসিক। আধ্যাত্মিক। ভোগ-লোভগত। চাওয়া-পাওয়া গত। আরো অনেক বিষয় হতে পারে_ ব্যাথার মূল কারণ।

যা-ই-হোক, এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। সেদিন এক ব্যাতিক্রমধর্মী কান্না কাঁদতে দেখেছিলাম_আমার স্থুল চেতনার দৃষ্টি দিয়ে। সে এক অদ্ভূত কান্না। অনুভব-উপলব্দি করতে করতে একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আরো একটু বেশী আবেগী হওয়া উচিত ছিল।

হই নি। মেট্রোপলিটন মন আর কর্পোরেট চেতনায় গড়া পাষাণ মন কতটুকই-বা গলবে? সিগারেট ফুঁকতে ফুঁকতে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিলাম। জয় হোক বাবা পরিবেশের। মামা, একটা চা। কিছুক্ষণ পর-----এই রুবেল, এই চা-টা ওনাকে দে।

খুব ছোট্ট একটি শিশু তাড়াহুড়া করে দোকানদার মামার কাছ থেকে চা-নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ৭/৮ ফিট দূরে বসা। শিশুটির চোখে-মুখে ভয়, আতঙ্ক ও কষ্টের স্পস্ট ছাঁপ। যা দেখে আমি নিজেই আবেগতাড়িত হয়েছিলাম। কি বেমানান পরিবেশে ও শুধু বেঁচে থাকার জন্য কত কস্ট করছে? সিগারেটের ধোঁয়া খেয়ে খেয়ে বার বার কাশি দিচ্ছে।

দোকানদার একসাথে ৩/৪ টা কাজের অর্ডার দিচ্ছে। আর ও সে কাজ করছে। নির্ভয়ে নয়, আতংক-ভয়ের মাঝে। তার উপর আবার চা-সিগারেট খাওয়া আসক্তদের জারি_এই এত সময় লাগে, তারাতারি দে। এতেও ও ভয় পায়।

সংকুচিত হয়ে যায়। তবুও কিছু করার নেই ওর। ওকে এই মানবতানামধারী সভ্য সমাজে-পৃথিবীতে বেঁচে থাকতে হবে। ওই দোকানে কত বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী, উগ্রপন্থী, ধর্মপন্থীসহ সকলপন্থী মানুষের ওঠা-বসা। এর মধ্যে কেউ নেই_ওকে একটু আদর-স্নেহ করার।

একটু ভালোবাসা দেওয়ার। ওর ওকে জীবন ফিরিয়ে দেওয়ার কেউ নেই। আমিও না। আমরা সবাই ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের পরিবার-পরিজন নিয়ে। ইহার নাম মানবতা-মনুষ্যত্ব_নিজের কপালে নিজে থু-থু মারি।

কারণ এই মানবতার পোশাক আমার শরীরে। তাই----- বেঁচে থাকলে, ওকে এই সমাজ কি বানাবে? ----মনে করি এ প্রসঙ্গে কিছু বলার য়ার প্রয়োজন নেই। রুবেল। ৫ বছরে একটি ছেলে। শ্যমলা।

সিমসাম। তবে ওর মুখটা দারুণ মায়াবী। মিষ্টিও বটে। আর এসব দেখতে পেরেছিলাম ঠিক তখন, ওকে আদর করে যখন আমার পাশে বসিয়ে কথা বলছিলাম। গল্পকারঃ শেখ রফিক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.