আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামন্ত্রীর কান্না? কার জন্য কাঁদছেন আপনি? নিজের স্মৃতির জন্য? আমাদের জন্য আপনার কান্না কই?

সিলেটের অগ্নিদগ্ধ ছাত্রাবাস দেখে শিক্ষামন্ত্রী কেঁদে ফেললেন। খবরটি ছাপা হয়েছে প্রায় সব পত্রিকায়। শিক্ষামন্ত্রী একজন ত্যাগী নেতা। তার প্রতি আমি ব্যক্তিগতভাবে দুর্বল। কিন্তু এই কান্নাটি আমার মনে কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে।

নিজের ছাত্রজীবনের কথা ভেবে। নিজের পুড়ে যাওয়া ঘর দেখে যে কেউ কাঁদবেন এটাই স্বাভাবিক। শিক্ষামন্ত্রীও কাঁদবেন এটাই বাস্তবতা। কিন্তু মাননীয় মন্ত্রী----এই কান্না কি আবেগের নাকি ব্যর্থতার? আমি যতটা জানি আপনার এই কলেজ নানা সমস্যায় জর্জরিত। দালান কোঠার সংস্কার নেই প্রায় কয়েকযুগ ধরে।

পলেস্তারা খসে গেছে অনেক স্থানে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি কখনো কখনো প্রাচীণ যুগের স্থাপত্যকলা বলে মনে হয়। ছাত্রাবাস পুড়ে যাওয়ায় অন্তত সেখানে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু ঐ কলেজ কেন? সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা। বুয়েটের অচলাবস্থা কাটেনি।

শিক্ষকরা আন্দোলন করছেন তাদের চাকুরি জাতীয়করণের জন্য। অনশনরত অবস্থায় মারা গেলেন প্রবীন এক শিক্ষক। জাতীয় বিশ্ববিদ্যাললেয় কারণে হাজারো ছাত্রের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ছাত্র নামধারী ব্যক্তিদের সংঘর্ষে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নাই। অসংখ্য শিক্ষক এখনো এমপিও থেকে বঞ্চিত।

তাদের সংসার কিভাবে চলে তা তারাই জানে। কেউ কেউ বলে তাদের দিন যায়, রাত পোহায় এটিই বাস্তবতা। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কান্না কি কেবল ছাত্রজীবনের পুড়ে যাওয়া ঘরের জন্য? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্বলছে, সেখানে একটি ভবন পুড়ে যাওয়াকি এতটাই বড় যে, আপনাকে কাঁদতে হবে? আমি আপনার একজন ভক্ত। আপনার নিষ্ঠা নিয়ে আমার সন্দেহ নেই। কিন্তু আপনার না পারার যন্ত্রণাগুলো তিল তিল করে জমে ঐ কান্না সৃষ্টি করেছে কি না তা জানতে ইচ্ছা হয়।

যে স্বপ্ন আপনাকে নিয়ে আমরা দেখেছি, সেই স্বপ্ন আদৌ পুরণ হবে কিনা তা হয়তো আপনিও বলতে পারেন না। আপনি কাঁদবেন কেন? এই কান্না আপনাকে মানায় না। কারণ এই কান্না সৃষ্টি করেছে এমন কিছু মানুষ যারা আপনাদেরই লোক। আপনি যে লক্ষ্য্ পূরণ করতে পারছেন না সেটাও আপনার লোকের কারণেই। অর্থমন্ত্রী টাকা দেয় না।

অন্যরা সমর্থন দেয় না। প্রধানমন্ত্রী নৈতিক সমর্থন দেন কিন্তু অনৈতিক কাজে বাধা দেন না। আপনি যদি কাঁদেন তাহলে সবটাই তো সত্য বলে প্রমাণিত হয়। মানুষের বাবা মারা গেলে কাদে। নিকটাত্মীয় মারা গেলেও কাদে।

ঘর পুড়ে গেলেও কাঁদে। এই কান্না একেবারেই ব্যক্তিগত। কিন্তু আপনি তো শিক্ষামন্ত্রী। আপনি তো সার্বজনীন। মানুষ আবেগপ্রবণ হতেই পারে।

কিন্তু আপনার মত ব্যক্তি একটি ঘটনা নিয়ে আবেগপ্রবণ হলে আমরাও হতাশ হই। আমাদের বিষয় নিয়ে আপনার কান্না কই? কান্না কি কেবল ছাত্রজীবনের সেই স্মৃতিবিজড়িত হস্টেল নিয়েই? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.